সাবধান ! মুসলিম ভাইয়েরা পেপসি খাবেন না !
লিখেছেন লিখেছেন জাতির চাচা ১৭ অক্টোবর, ২০১৩, ০৮:১৪:৫৭ রাত
ঈদে গোশত খাবার পরই মন চলে যায় একটু ঠান্ডায় । যদি পেপসি কিংবা কোকা কোলা হয় তাহলে তো মজাই ! একটু ঝিম ঝিম ভাব সাথে পেট খালি !
ওহে মুসলিম ভাইয়েরা ছুড়ে ফেলো এসব কোমল পানীয়ের বোতল । ইসলাম তোমাকে এরচেয়ে সঠিক নির্দেশনা দেয় ।
পেপসি কোম্পানী সম্পর্কেঃ১৮৯৮ সালের ২৮শে আগস্ট প্রথম পেপসি-কোলা নাম নিয়ে কোম্পানিটি যাত্রা শুরু করে । কোম্পানির ভেতরের কিছু সমস্যার জন্য কোম্পানিটি ভেঙ্গে ১৯৬১ সালে PEPSI নামে নতুন করে যাত্রা শুরু করে । পেপসি-কোলা চালু হওয়ার আগে Brad’s Drink নামে কারবনেট ড্রিঙ্কস বাজারজাত করা হত । এটিই পরিবর্তিত হলে পেপসি-কোলা নামে ১৮৯৮ সালে নতুন ভাবে বাজারজাত করা হত। Brad’s Drink ১৮৯৩ সাল থেকে তৈরি করা হত ।
Pepsi এর পূর্ন রুপঃ
P: Pay
E: every
P: penny to
S: save
I: israel
Pepsi= pay every penny to save israel (প্রতিটি পেনি ইসরাইলকে রক্ষার জন্য ব্যায় করুন)
পেপসি ক্যান্সারের কারনঃ
গবেষনায় জানা গেছে পেপসি ক্যান্সার সৃষ্টি করে । বিস্তারিত এখানে পড়ুন
পেপসি ও কোমল পানীয় ইসলামে যে কারনে হারামঃ
পেপসির উপাদান হারাম । পড়ুন এখানে
পেপসির ভিডিওঃ
ইউটিউব ভিডিও
পেপসি সম্পর্কে ইহুদীবাদী নিউজঃ
ইসরাইল ন্যাশনাল নিউজ ডট কম
নাস্তিকের বাচ্চাদের উইকিপিডিয়াই মিথ্যাচার
পেপসি সম্পর্কে আরও গুগল নিউজ
পেট খালির জন্য পানীয়ের বদলে যা খাবেনঃ
আপনাদের একটা বুদ্ধি দেই । নিকটস্থ ঔষধের দোকানে যান । পকেট ভরে টেস্টি হজমি কেনেন । অথবা ১০টাকায় এক বোতল হজমি এ কিনেন । কিংবা ৭টাকায় একপাতা হজমি কিনেন । পাঁচওয়াক্ত সালাত আদায় করেন । আলসামী না করে কিছু কাজ কর্ম করেন । পেট পুরাই খালি হইবো ।
বিশেষ দ্রষ্টব্যঃ জনপ্রিয় ফেসবুকার জাতির চাচা তার ফেসবুক টুইটার ব্লগের সাথে এটিও আমাকে দিয়ে গেছে । তিনি এখন অনলাইনে কম থাকেন ।
বিষয়: বিবিধ
২২১০৫৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন