চরমনাই এবার সাঈদীর পিছনে লেগেছৈ ! জবাব
লিখেছেন লিখেছেন জাতির চাচা ১২ আগস্ট, ২০১৩, ১১:৩৩:০৫ রাত
আজকে চরমনাইরা সাঈদীর বিরুদ্ধে একটা পোস্ট হাইলাইট করেছে যে OSWMU এর নজরে পড়েছে । আমরা এর দাতভাঙ্গা জবাব দিচ্ছি ।সাথে পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি বিভেদ বাড়াতে চাইলে একে একে ন্যাংটা করা হবে । আর আমাদের প্রস্তাব মেনে ঐক্য বদ্ধ হলে সবার ভালো ।
* * * * * *
তাদের লেখার প্রথম লাইনঃ
দেলোয়ার শয়তান সাঈদী কে চিনেন ??
জবাবঃ একজন মুসলিম , বিখ্যাত বক্তা ,কাবার ঈমাম আব্দুর রহমান সুদাইসির বন্ধুকে যারা এ নামে ডাকে তাদের জন্ম পরিচয় সর্ম্পকে আমরা সন্দিহান ।
*এই
মুনাফিকটা ঐতিহ্যবাহী ছারছিনা মাদ্রাসায় পড়ালেখা করেছিল ।
জবাবঃ কারন উল্লেখপূর্বক মুনাফিক বলে চরমনাইয়ের মুরিদ নিজের সঠিক পরিচয় দিয়েছে । আসলে সাঈদীকে কেন মুনাফিক বলবে ? জামায়াত করে তাই নাকি ইশা ছেড়েছিল তাই ? জামায়াত করে এজন্য মুনাফিক বলার হিম্মত চরমনাইয়ের নাই । বরং বিএনপির সাথে জোটে আছে বলে তারা মুনাফিক বলতে পারে । কিন্তু এজন্য আমিনী সহ অনেককে মুনাফিক বলতে হবে ।
আর পরেরটা নিচে লিখছি ।
* আপনারা জানেন ছারছিনারা জামায়াতকে দেখতেই পারে না । একবারে সহ্যই করতে পারে না ।অথচো সাঈদী জামায়াতের নেতা!
জবাবঃ আওমীলীগ এবং নাস্তিকও জামায়াতকে একবারেই সহ্য করতে পারেনা । আরে পাগল যখন সাঈদী ছাত্র ছিল তখন জামায়াতের নেতা হয়েছিল ? ? নাকি পরে ? ছারছীনায় একমাত্র সত্য নয় । ছারছীনা জামায়াত বিরোধী হলেও সব ছাত্র জামায়াত বিরোধী হবে একথা কে বলেছে ?
* চরমোনাই পীরের দল
"ইসলামী শাসনতন্ত্ন আন্দোলন" এর প্রতিষ্ঠাতা কে জানেন ? এই মুনাফিক সাঈদী । সাঈদী "ইসলামী শাসনতন্ত্ন আন্দোলন" নামের দলটা গঠন করলেও
পরে টাকার বিনিময়ে মওদুদী জামায়াতের কাছে বিক্রি হয়ে যায় ।।
*আবারো পাগলের প্রলাপ । সাঈদী চরমনাইয়ের দল প্রতিষ্ঠিত করেছিল ঠিকই কিন্তু এর চেয়ে পরিষ্কার ও তৈরি করা রাস্তা পেয়ে জামায়াতে ঢুকে যায় । আর সাঈদীর টাকার এতই সমস্যা হলে পীরের মতো মাজার ব্যবসায় নেমে পড়তো । বেনিফিট বেশি আসতো ।
*এই মুনাফিকটা কমলাপুর রেল
ষ্টেশনে একটা ওয়াজও করে ।
ওয়াজে শুধু "ইসলামী শাসনতন্ত্ন
আন্দোলন" এর কথাই বলে ।। যতদিন এদেশে ইসলাম কায়েম নাহবে ততদিন আমি এ দল ছাড়বো না বলেছিল । বলেছিল আপনারা গ্রামে গন্জে ইসলামী শাসনতন্ত্নের
কমিটি গঠন করুন ।
জবাবঃ হ্যা বলেছিল । কিন্তু যখন দেখে এতে বাচ্চুর মতো ভাঙ্গনের কারীগর আছে কিংবা সবাই নেতা মনোভাবের লোক বেশি তখন থাকা সমীচিন মনে করে নি ।
* অথচো এমন ওয়াদার পরও মহাসমাবেশের আগেই ৩ মার্চ জামায়াতের কাছে বিক্রি হয়ে যায় ।
জবাবঃ সমাবেশের আগে থেকেই সাঈদী জামায়াত করতো । আর টাকার অভাব পড়লে জামায়াতে না গিয়ে পীর বাবাই হতো । সো ,এটা অবান্তর ।
* যাক এর ফল
সে আখিরাতেও পাবে R দুনিয়ায়
বর্তমানে যে সাজা পাচ্ছে তাও আমার মনে হয় একমাত্র আল্লাহর অলীদের বদ দোয়ার কারনেই । আসলেই সে কি যুদ্ধপরাধী ??
জবাবঃ কথাটা একবারে পীর কতৃক জান্নাতের টিকিটের মতো হলো । আর সে যদি আজ চরমনাইয়ের পাশে থাকতো তবে যুদ্ধপরাধের মামলায় ফাসি দূরের কথা পীর সাহেবের মতো জামায়াত ইসলামী দল নয় বললেই ব্যবসায় কোটি কোটি টাকা আসতো ।
* সঙ্গে একটা .amr ফরমেটের ফাইল ছিল যেটা নন ক্লিয়ার রেকডিং সো , উত্তরও নন ক্লিয়ার ।
আর ওটা যদি বাচ্চুর হয় তবে বিডিটুডে ব্লগে মিডিয়া ওয়াচ কতৃক একটা লেখা আছে । লেখাটা হলো লেখনি ম্যগাজিনে বাচ্চুর সাক্ষাত্কারে সাঈদী সম্পর্কিত চাপাবাজীর আলোকে । সার্চ দিয়ে পড়ে নিয়েন ।
ঐক্য আহবান জানিয়েছি আমরা । নিউজ পোর্টাল মারফত । তবুও কেউ ঐক্য না চাইলে যুদ্ধ করতে আমরা প্রস্তুত । পারলে ঠেকাও ।
'OSWMU team'
বিষয়: বিবিধ
২৩৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন