বিভেদের গ্রুপ . . .
লিখেছেন লিখেছেন জাতির চাচা ১০ আগস্ট, ২০১৩, ০৩:৪৬:৪৬ দুপুর
ফেসবুকের একটা গ্রুপ আমাকে এতোটা খারাপ লাগে যেটা বলার মতো নয় । গ্রুপটার নাম মাযহাবও মুসলিম । এডমিন মে বি পাগলাগারদের অধিবাসী । গ্রুপটা ভালোই এক্টিভ । গ্রুপের মুল কাজ হলো বাঁশ দেওয়া । দেওবন্দিরা সারাদিন মওদূদীকে নিয়ে ,লা মাযহাবিরা সারাদিন মাজহাবিকে নিয়ে । এযেন কে কাকে বেশি পচাতে পারে এই প্রতিযোগীতা । ইসলামপন্থী তরুন সমাজ যখন সকল বিভেদ ভেঙ্গে সীসাঢালা প্রাচীরের ন্যায় দাড়াতে চাচ্ছে তখন এরা ফতওয়া দিচ্ছে ওই ব্যাটা শিবির করে । ওই মওদূদীবাদী । ওর সাথে ঐক্য নেই । এযেন পাগলাগারদের দল । মওদূদীবাদ নামে কোন মতবাদের অস্তিত্ব আজও পাই নি । তাছাড়া শিবির করলেই মওদূদীবাদী একথা কোন ছাগল ছাড়া বলতে পারে না । সারাদিন খালি আজাইরা প্যাচাল । গ্রুপে গেলে মাথা হ্যাং হয়ে যায় । ওর ভিতর কিছু ছেলেপেলে আছে যারা নিজেদের একবারে হক্কের উপর প্রতিষ্ঠিত বলে দাবি করে । টিভি দেখা হারাম ফতোয়া দিলেও জুকারবার্গের ফেসবুক ব্যবহার করে । কাহীনাডা হইলো নামাযই পড়েনা কিন্তু হাত কোথায় বাধবে এই নিয়ে তর্ক লাগে ।
আফসুস এই সব মুসলমানদের জন্য ।যারা ঐক্যের চেয়ে বিভেদ তৈরিকেই বেশী প্রাধন্য দেয় । শীগ্রই এরাই নাম লিখাবে গাদ্দারের খাতায় ।
বিষয়: বিবিধ
১৪২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন