মাদক ব্যবসায় শিবিরঃ বালনিউজ২৪ এর হলুদ নিউজের জবাব (এক্সক্লুসিভ)

লিখেছেন লিখেছেন জাতির চাচা ১৯ জুলাই, ২০১৩, ১০:২০:৪৪ রাত

মাদক ব্যবসায় শিবিরঃ বালনিউজ২৪ এর হলুদ নিউজের জবাব

সাধারনত আমি আওমী মিডিয়া গুলোর খবর পড়ি না ।কিন্তু মওদূদ ইবনে হাবিবের স্ট্যাটাস মারফত জানতে পারলাম টঙ্গিতে শিবিরের মেস থেকে ৩০ বোতল ফেনাড্রিল উদ্ধার করেছে র্যাব । এটা নিয়ে একটা রিপোর্ট করেছে বালনিউজ২৪ যে,শিবির ফেনাড্রিলের সাথে সিভিট মিশিয়ে মাদক তৈরি করে ।লিংকঃhttp://banglanews24.com/detailsnews.php?nssl=cc2819f1df2481816456064cf61b2493&nttl=19072013211689

২০১০ সালের দিকে আমাদের এলাকায় ফেন্সিডিলের দাম ডাবল হয়ে যায় । যার কারনে ডাইলখোড়েড়া বিপদে পড়ে । সে সময় হলমার্ক ফার্মাসিউটিক্যালসের ফেনমার্ক নামের কাশির অত্যান্ত সুস্বাধু একটা সিরাপ ছিল । মে বি দশটাকা দাম । অভাবে পড়ে খোড়েরা প্রথম দিকে এই সিরাপটা দু তিনটা একবারে খেয়ে ফেলতো । কাসির সিরাপ খেলে এমনিতেই তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে । তার উপর দু তিনটা একবারে খেলে ফেন্সির মতোই কাজ করতো । যারা একটু হাই কোয়ালিটি খোড় তারা খেত অফকফ ,ডেক্সপোটেন । পরবর্তীতে ডেল্টা ফার্মার কিটোটিফ । তারপর আসলো ড্রাইডিল ,ফেনড্রিন ,ফেনাড্রিল ,এড্রিল ।

এবার খালি সিরাপ না এটাতে বানালো ট্যাবলেটের সমন্ময়ে প্যাকেজ । নাম দিলো 'ঝাকি' । একটা সিরাপে অপসোনিন কোম্পানীর ৫টি ভাসকো ,২টি ডেকাসন ,স্কয়ারের ৫টি বি৫০ফোর্ট ক্যাপসুল এবং ১০ টি ডায়াজিপাম । কখনো ইজিয়াম কখনো সেডিল । যেটা মারাত্নক প্রবলেম সৃষ্টি করে শরীরের ১

সর্বশেষ এই মাদকটা চলেই আসছে । যেটা স্টার্ট হয়েছিল প্রায় ২০১০ এর দিকেই ।

বরাবরের মতো এসবে ছাত্রলীগের আধিপত্য ছিল । অনেকে বলবেন ক্ষমতায় থেকেও টাকা সংকটে কেন ? আরে বাবা নিজে খাইতো অরজিনাল ,পাচাটা কুত্তাগের খাওয়াইতো এগুলো ।

সাড়ে তিন বছরের পুরাতন ইস্যুকে বালনিউজ শিবিরের তৈরি মাদক বলে চালায়া দিতাছে !

আবে হালায় , ওই মেসে তো একমির এসআরও থাকতে পারে ! একমির মাসিক ক্লোজিং এর কারনে মাসের মাঝ শিডিউলের ঔষধও হতে পারে ওটা ।

পরিশেষে বাল নিউজকে একটা কথা কই , হলুদ খাইতে খাইতে প্রসাব করিস হলুদ । তোদের বুদ্ধিটা একটু বেশি বলে অত্যাধিক বোকা তোরা । আরে বেকুব , ঝাকি বানিয়ে বেচবে শিবির কিসের দুঃখে ? মাত্র ৯ টাকা লাভ হয়ে এক প্যাকেজে ! শিবিরের এতোটা অভাব পড়লে না হয় ছাত্রলীগের মতো চাদাবাজী করতো ? রগকাটা বাহিনীর (তোদের ভাষায়) নাম শুনলে ছাত্রলীগের ডাবল চান্দা দিতো লোকে ।

সেখানে মাত্র ৯ টাকা লাভের আশায় মাদকের ব্যবসা করব শিবির ! তগো কি পাগলে কামড়াইছে ?

জলদি হেমায়েত পুর আয় ।

বিষয়: বিবিধ

১৯২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File