হাসিনার সাথে ফোনালাপ
লিখেছেন লিখেছেন জাতির চাচা ২০ জুন, ২০১৩, ০৪:২২:০৩ বিকাল
চাচা ভাইস্তীর কথোপকথন
শেখ হাসিনাঃ চাচা ! ভালো আছ তো ? অনেকদিন হলো খোজ নাও না ব্যাপার কি ?
জাতির চাচাঃ এইতো । একটু ব্যাস্ততার মাঝেই আছি । তুই ভালো তো ?
শেখ হাসিনাঃ কেমনে ভালো থাকি চাচা ! নির্বাচনে জিতে দিয়ে ভাবলাম তত্তাবধায়ক ছাড়া জাতীয় নির্বাচন দিবো । কিন্তু কাজে দিলো না ।
@@[1:[0:1:জাতির চাচাঃ]] রাখ তোর নির্বাচন । আমি আইলাম নানু ভাইয়ের বউয়ের ব্যাপারে । তুই এভাবে ফাঁস কইরা দিলি ক্যা ?
শেখ হাসিনাঃ চাচা ! ফ্রুটিকা নিষিদ্ধ করতেছি ?
@@[1:[0:1:জাতির চাচাঃ]] হঠাত্ এমন সিদ্ধান্ত ? আমার উত্তর কই ?
শেখ হাসিনাঃ চাচা ,ফ্রুটিকাই আমার সর্বনাশ করেছে ! খুব শীগ্রই এটা নিষিদ্ধ করবো । মুহিত আমাকে ফ্রুটিকা খেতে বারনই করেছিল ।তবুও খেতে গিয়ে এই অবস্থা !
@@[1:[0:1:জাতির চাচাঃ]] কি সর্বনাশ ! ত ভাইস্তী তুই হেফাজতরে নিয়া মিথ্যা বললি ক্যা ?
হাসিনাঃ ফ্রুটিকার কার্যক্ষমতা কমার কারনেই এটা হয়েছে ।নয়তো . . . . .
@@[1:[0:1:জাতির চাচাঃ]] নয়তো কি ?
হাসিনাঃ লাশ গুমের কথাও বলে দিতাম । ভাগ্গিস ফ্রুটিকার ক্ষমতা কমে গেছিল ।তাই মিথ্যা বলতে পারছি ।
@@[1:[0:1:জাতির চাচাঃ]] যাক গে । এখন তোর টার্গেট কি ? তত্তাবধায়ক দিবি না দিবি না ?
হাসিনাঃ কপালডা ভালো জামাত শুধু দলের চিন্তা করছে । যদি এদিকের ব্যাপার নিয়ে আন্দোলন করতো তবে রক্ষা ছিল না । তত্তাবধায়ক আর দিচ্ছি না । তুমি কি বলো আমি হেরে যাই ? একুশ সাল পযন্তু থাকতেই হবে ।
@@[1:[0:1:জাতির চাচাঃ]]মানুষ মানবে ? তোর এসব কাজ কর্ম ?
হাসিনাঃ তা তো মানবেই না । সে জন্য আট হাজার র এর এজেন্ট নিয়োগ দিছি । একদিকে জেল অন্যদিকে গুম । যেভাবেই হোক ক্ষমতায় থাকা চাই ।
@@[1:[0:1:জাতির চাচাঃ]] জামায়াত শিবিরের আর খোজ নাই কেন ? তারা কি থাইমা গেল ?
হাসিনাঃ এতোদিনে সবাই মিলে ওদের থামাতে পারেনি আর আমি একা থামাতে পারবো ? ওদের নিশ্চুপ থাকাটাই ভয়ের কারন । না জানি ইরানী বিপ্লবের মতো কিছু করতেছে । তাছাড়া এত্ত চালাক হইছে ওরা ওদের মিটিং এর খবর পযন্ত পাচ্ছি না । এদের নিয়ে খুব টেনশনে আছি ।
জাতির চাচাঃ তা জামায়াত শিবিরকে নিশ্চয় ফ্রুটিকার মতো ভয় করিস ?
হাসিনাঃ হ্যা চাচা । দুটোই জম ।ধরলে ছাড়ে না ।
চাচা পড়ে কথা হবে । দীপু মনি এসেছে । কোন দেশে যাবে মনে হয় ।
জাতির চাচাঃ তোর একহান মন্ত্রি বটে । নামটা ডুবালো তোর ।
হাসিনাঃ ওটা ব্যাপার না । ভালো থাকো চাচা ।পরে কথা হবে । বাই ।
জাতির চাচাঃবাই ।
ফেসবুকে জাতির চাচা ।
বিষয়: বিবিধ
২৪১৭৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন