সামাজিক আগ্রাসনের স্বীকারমুসলিম সমাজঃ পর্ব ১ (জাতিরচাচা)

লিখেছেন লিখেছেন জাতির চাচা ১৭ জুন, ২০১৩, ১১:২৩:৫৩ সকাল

সামাজিক আগ্রাসনের স্বীকারমুসলিম সমাজঃ পর্ব ১ (জাতিরচাচা)

Star জলসা (মিডিয়া আগ্রসন )

এটি বাংলাদেশের নারীজগত্‍ এ অত্যান্ত প্রিয় চ্যানেল ।সাধারনত মাঝবয়সী নারীরা এর প্রতি বেশি আকৃষ্ট ।

এটা দেখার মূল কারন কিভাবে পরিবারে অশান্তি সৃষ্টি করা যায় । এটা থেকে সবচেয়ে বড় শিক্ষা হয় কূট বুদ্ধির ।স্বাভাবিক ভাবেই এটা দেখে এটার সিরিয়ালগুলো দেখে এটার সাথে নিজের পারিবারিক অবস্থাকে তুলনা করে । বর্তমানে আমাদের দেশে পারিবারিক অশান্তির মূলে রয়েছে স্টার জলসা । বিষের চেয়ে মারাত্নক এই চ্যানেলটা । বিবাহ বিচ্ছেদের মূল কারন এই চ্যানেলের কিছু সিরিয়াল । সন্ধ্যার পর ডিশ এরিয়ার ভিতরের প্রায় সকল বাড়িতেই এই চ্যানেল দেখার উত্‍সব পরে যায় ।

সামাজিক অবক্ষয় থেকে বাঁচতে অবিলম্বে অনূরুপ ইসলামিক চ্যানেল প্রয়োজন । যে যেটা ভালোবাসে তার ভিতর দিয়েই ইসলামের সুমহান আদর্শ পৌছে দেওয়া উচিত । গান হবে কিন্তু ইসলামিক , সিরিয়াল হবে কিন্তু ইসলামিক । তাতে মুসলিম সমাজঅনৈতিকতার সর্বগ্রাসী থাবাথেকে নিজেদের রক্ষা করতে পারবে ।

বিষয়: বিবিধ

১২৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File