আশরাফুল ক্ষমা চাইলেন জাতির কাছে ।একটি ছোট কিন্তু চমত্কার লেখা
লিখেছেন লিখেছেন জাতির চাচা ০৪ জুন, ২০১৩, ১০:৩৭:৪২ রাত
খবরঃ ক্ষমা চাইলেন আশরাফুল, সাময়িক নিষিদ্ধ
রাজনৈতিক দলের মন্তব্যঃ
আওমীলীগঃ এ এ এসব ষড়যন্ত্র করে যুদ্ধাপরাধীদের রক্ষা করা যাবে না ।
বিএনপিঃ আমরা আর কিডা কই ? আগে খাল থেকে বের হই তার কইবো ।
বামদলঃ আশফুল জামায়াতের চর ছিল ।
জামায়াতঃ কেন ? আর শাহবাগের নাস্তিকগের সাপোর্ট করবি না ?
নেতাদের মন্তব্যঃ
শিকাচিনাঃ কোন বাধাই যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে না ।
মগাঃ আশরাফুল ছাত্রজীবনে শিবিরের সাথে জড়িত থাকার প্রমান মিলেছে ।
হানিফঃ এসব জামায়াত শিবিরের ষড়যন্ত্র ।
ইনুঃ খাইচে রে , গুগলে ইনু লিখে সার্চ মারলে কুত্তার ছবি আসে । এখন দেখি আশরাফুলও একই ফাদে পরলো !
মতিয়াঃ আশরাফুলের চামড়া দিয়ে ডুগডুগি বাজানো উচিত ।
সর্বজন স্বীকৃত খাই খাই পার্টি চেয়ারম্যান জাতির চাচাঃ আহা বাবা , তুই এ কাজ কেন করলি ? যত টাকা পাইছস ইমরানের সাথে চুক্তি করে শাহবাগে দুদিন স্লোগান দিলে এরচেয়ে বেশি পাইতি । এসব ভালা না বাবা ।
বিষয়: বিবিধ
১৩৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন