তিতা লাগলেও মানতেই হবেঃ ৩য় খন্ড

লিখেছেন লিখেছেন জাতির চাচা ২৮ মে, ২০১৩, ০২:৩৪:৩০ দুপুর

শুনতে তিতা লাগলেও মানতেই হবেঃ ৩য় খন্ড

ব্যাথাটা আমাদের সর্বত্র । নির্দিষ্ট করে ঔষধ লাগানোর বুদ্ধি নেই । ভুল আমাদের সর্বত্র কিন্তু শোধরানোর উদ্দেগ নেই । কেউ চায় প্রচার করতে কেউ চায় রক্ষা করতে । কেউ বলে আমরাই ভালো । কেউবা বলে আমরা ছাড়া সবাই মুনাফিক ।

কেউ বলে অমুক হুজুরকে অনেক গিয়ানী মনে হয় অতএব তার কথা মানতেই হবে । অমুকের বই খুব ভালো করে লেখা অতএব তা মানতেই হবে । কখনো ভাবি না তারা যে উত্‍স থেকে পড়ে বইটি লেখেছ সেই উত্‍সটিই আগে জানা দরকার । কুরআন পড়ি ।কিন্তু মানি না । গল্পের বই কিনতে হাজার হাজার টাকা খরচ করি কিন্তু সহীহ হাদীস গ্রন্থ কিনতে পারি না । মসজিদে ফাজায়েলে আমল দান করি কিন্তু বোখারী শরীফ দান করি না ।

অমুক লেখকের কথাকে মিথ্যা প্রমানীত করতে সারাদিন গবেষনা করতে পারি কিন্তু কুরআন নিয়ে গবেষনা করি না ।

অমুক খারাপ ,অমুক মুনাফিক বলে চেচিয়ে উঠি কিন্তু পথহারা জাতিকে সঠিক পথ দেখাতে পারিনা ।

আফসুস । আফসুস এ মুসলিম জাতির জন্য ।

নাম একটাই সেটা হলো মুসলিম । আর এখন ?

কেউ যদি বলে আপনি কোন ধর্মে বিশ্বাসী ?

উত্তর দেইঃ ইসলাম ধর্মের ,সুন্নি ,হানাফী মাযহাব , দেওবন্দী ।

কেন এত উপ দল ? আমাদের কি পরিচয় একটাই যথেষ্ট নয় যে আমরা মুসলিম ? আমরা আল্লাহর সৈনিক ? কেনো এতো বিভেদ ?

অনেকে বলবেন আমি শুধু সমস্যার কথা বলছি কিন্তু সমাধানের কথা কেন বলছি না ।

আসলে আমাদের সমস্যাটা এতটা প্রকট যেটা কল্পনাহীন । তাছাড়া সমাধানের রাস্তায় মুসলিম চিন্তাবিদদের আনাগোনা কম । তবে সমাধানের প্রথমিক স্তর হচ্ছেঃ

সকল বিভেদ ছুড়ে ফেলে দিয়ে কুরআন এবং সহীহ হাদীসের আলোকে একটি নতুন কাফেলা হবে । যার প্রতিটি সৈনিক ঈমানী চেতনায় উজ্জীবীত হবে । কুরআন সুন্নাহ ব্যাতিত অন্য সকল আলমারীতে উঠবে । আল্লাহর নির্দেশ মানতে দলের বিভিন্ন সেক্টর কাজ করবে । সামরিক সহ সকল ক্ষেত্রে শক্তিশালী হবে । সকল ইসলামী রাস্ট্রের সীমান্ত ভেঙ্গে দেওয়া হবে । গাদ্দার দের বিরুদ্ধে জিহাদ ঘোষনা হবে । সব কিছু কমপ্লিটের পর শুরু হবে মুনাফিকদের কাছে সর্বশেষ হুশিয়ারী । এবং চূডান্ত যুদ্ধ ।

যদিও এটা স্বপ্ন কিন্তু এটাই বাস্তব হতে পারে ইনশাআল্লাহ ।

আল্লাহ আমাদের সঠিক পথ চেনার তৈফিক দান করুন আমিন ।

বিষয়: বিবিধ

১০৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File