আমরাই বাংলার সন্তান . . .
লিখেছেন লিখেছেন এ.এইছ.সুমন ০৪ মে, ২০১৩, ১২:৪৫:২৩ রাত
আমরাও বাংলাদেশের সন্তান বলে গৌরব করতে পারি । আ.লীগের কথা তো সবাই জানে ।বিএনপি করি বলে অপরাধ ! . . . বাংলার মাঠিতে আমরা একটা অন্যায় ,নিন্দনীয় কাজ না দেখার জন্য যে কোন কিছু করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ । এই আ.লীগ সরকার ক্ষমতায় আসার আগে মাঠে ,ঘাঠে ,আনাচে,কানাচে বাংলার মানুষের কানের পর্দা ফাটিয়ে জানিয়ে ছিল "আমরা বাংলার একটা কুকুরকে ও অনাহারে মরতে দেবনা ।
আমরা ঘরে ঘরে চাকরি দিব ।বেকারত্বের অভিশাপ থেকে বাংলর মানুষকে মুক্তি দেব ।(মানুষের সকল দায়ভার /এক কথায় আল্লাহ মানুষের পালনকর্তা কুরআনে পাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ।")আরও অগণিত ওয়াদা করেছেন মানুষের সাথে । কিন্তু একটা ওয়াদাও যথাযতোপায়ে পূর্ণ করা হয়নি বরং বাংলার মাটিতে নেমে এসেছে এক অফড়ন্ত আযাব আর গুজব ।একটাই কারণ আ.লীগ ।একটা দেশের প্রধান মন্ত্রী , তার চিন্তা থাকা উচিত্ দেশের জনগন ও দেশের উন্নয়নের প্রতি । তাতো দূরে থাক ,দেশের সম্পদ ভাগবাটোয়ারার চিন্তায় মগ্ন হয়ে গেছে । তাইতো ...
এসব কথা বল
বিষয়: বিবিধ
৮৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন