নিষ্পাপ লাঠি !

লিখেছেন লিখেছেন রিজভী খান রাজ ০২ মে, ২০১৩, ০৩:১৬:৩২ দুপুর

গতকাল রাতে এনটিভির টকশোতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আন্তর্জাতিক সম্পাদক মাওলানা উবায়দুর রহমান। তাকে সঞ্চালক প্রশ্ন করলেন; আপনাদের আন্দোলনে কোন নতুন মাত্রা থাকবে কিনা?

উবায়দুর রহমান : হ্যাঁ, আল্লামা শফি ৬ তারিখে তাসবি, জায়নামাজ আর চিড়ামুড়ি সঙ্গে আনতে বলেছিলেন এবার শুধু যোগ হবে সুন্নতি লাঠি বা নিষ্পাপ লাঠি।

সঞ্চালক : সুন্নতি লাঠি আবার কেমন?

উবায়দুর : যে লাঠি আত্নরক্ষায় ব্যবহৃত হয়, যে লাঠি কৃষকের লাঠি, যে লাঠি মুক্তিযুদ্ধের চেতনার লাঠি, যে লাঠি দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি।

সঞ্চালক : নিষ্পাপ লাঠি...?

উবায়দুর : যে লাঠি দিয়ে পাপীদের সোজা করা হয় সে লাঠি....

ইসলামবিদ্বেষী নাস্তিকরা সোজা হয়ে যাও। হেফাজত এবার তোদের স্টাইল রপ্ত করেছে। তোরা করেছিস প্রতীকী লাঠি মিছিল আর এখন হেফাজত নিয়ে আসছে নিষ্পাপ লাঠি।

ফেসবুকে আমি এখানে

বিষয়: বিবিধ

৯৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File