রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাপ্তির ১০০ বছর পূর্তি:আমাদের নিবেদন..

লিখেছেন লিখেছেন সন্ধার মেঘমালা ১৪ মে, ২০১৩, ১০:২৯:৫১ রাত



পেশাগত কারনে আমি থাকি ময়মনসিংহে ।আমার মায়ের বাসায় ।আমার বর থাকে ঢাকায় ।কল্যানপুরের বাসায় ।সে বাসায় বেলী , হাসনাহেনা ও একটি গোলাপ ফুলের গাছ ছাড়া আর কোন প্রাণ নেই ।ঘরভর্তি বই ।এদের নিয়ে আমাদের নতুন সংসার ।মাঝে মাঝে সপ্তাহান্তে ছুটির দিনে আমি বাসায় যাই ।সাভাবিকভাবেই আমাদের মন প্রায়ই খুব খারাপ থাকে ।বিশ্ববিদ্যালয়ের জীবনই ভালো ছিল ।প্রতিদিন দেখা হতো ।হাকিম চত্তর , মলচত্তর , অপরাজেয় , আড্ডা , গান ,কবিতা………….!আর এখন !আমি ব্যাংকার আর সে বাংলা ভাষার শব্দের অর্থের বির্তনমূলক অভিধানের গবেষক ।দিন ফুরিয়ে যায় ।ব্যস্ততা ফুরোয় না যেন!



গত ২৫শে বৈশাখ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির ১০০ বছর পূর্তি ও ১৫২তম জন্মবার্ষিকী ।এই দিনটি সকলের জন্যই গুরুত্ববহ ।আমাদের দুজনের জন্যেও ।আমাদের প্রিয় রবীন্দ্রনাথ আমাদের বহুকালের সঙ্গী ।আমি ছোটবেলা থেকেই রবীন্দ্রসঙ্গীত বিশেষ ভালোবাসি । রবীন্দ্রনাথকে ভীষণ কাছের মানুষ মনে হতো ।ছোটগল্পগুলো পরে কি দারুন অনুভূতি হয়েছিল!যা ভাবি তাই যেন বলে দেন!একেই হয়তো বলে সহজ ভালোলাগা।

অন্যদিকে গবেষক সাহেবের মনোগ্রাম ও থিসিস পেপারের বিষয় ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ।তিনি রবীন্দ্রনাথে বিশেষ মনোযোগী হন তখন থেকে ।এই বিশেষ দিনটিতে আমরা পাশাপাশি ছিলাম ।বিকেল আর সন্ধ্যার মাঝামাঝি সে সময় ।কনেদেখা আলোয় চারদিক ঝলমল ।সে আলো জানালা দিয়ে ঘরের ভেতর এসেছে । হঠাৎ মনে হলো রবীন্দ্রনাথকে নিবেদন করে দু’একটি লাইন লিখতে পারিতো!



আমি লিখলাম, লাল আলোয় ছেয়ে গেছে সন্ধাটা

যেন একটা লাল ফড়িং

ছটফটানি,অসহ্য সুন্দর

এখনই উড়ে যায় বুঝি ।

তিনি লিখলেন, মুগ্ধনয়ন একা বাতায়ন

গোধূলী মায়া হাসে

বিনম্র তার সুপ্ত স্বপন

ক্ষণে ক্ষণে প্রকাশে ।

এর আগে মনে হয় কেউ এত চেষ্টা করে কবিতা লিখেনি !!!

বিষয়: সাহিত্য

১৫৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File