চালু হয়ে গেলো টেকনোলজির খবর নিয়ে ব্লগ সাইট টেকিনিউজ২৪.কম
লিখেছেন লিখেছেন জিশান ১৯ আগস্ট, ২০১৩, ০৩:১৫:৩৮ দুপুর
টেকনোলজির নতুন সব খবর নিয়ে চালু হল ব্লগ সাইট টেকিনিউজ২৪.কম
এই খানে মোবাইল, ক্যামেরা, গেজেট, কম্পিউটার, প্রিন্টার, বিভিন্ন এক্সাসরিজ ইত্যাদি বিষয়ের নতুন নতুন সব খবর পাওয়া যাবে। সাথে আরও থাকছে রিভিও।
বাংলাদেশ এ অনেক ফাটাফাটি বাংলা ব্লগ সাইট আছে টেকনোলজি নিয়ে কিন্তু নতুন সব টেকনোলজি নিয়ে ইংরেজিতে ব্লগ বা রিভিও সাইট কমই আছে। থাকলে ও খুবই কম। টেকিনিউজ২৪.কম ওই অভাবটা পূরণ করবে আশা করতেছি।
সাইট এর ডিজাইন অ্যান্ড নেভিগেসন দারুণ। সবাই পছন্দ করবে আমি সিউর।
অনেক অনেক শুভেচ্ছা থাকল টেকিনিউজ২৪.কম এর ব্লগারদের জন্য ।
বিষয়: বিবিধ
১৪০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন