রানার ফাসি
লিখেছেন লিখেছেন আলারিফ ২৮ এপ্রিল, ২০১৩, ০৪:৪২:৫৮ বিকাল
রানা প্লাজার ধ্বসে যাওয়া একটা অংশ
রেখে দেয়া হোক। রানাকে ওর
বিল্ডিঙের
নিচে ছোটো একটা অন্ধকার
প্রকোষ্ঠে বুকের
উপর বিম
দিয়ে চাপা দিয়ে রাখা হোক।
শুধু
একটা হাত খোলা।
বাকি শরীরটা যাতে একফোঁটা নড়তে না
প্রতিদিন একবেলা অক্সিজেন আর
শুকনো খাবার দেয়া হোক। খেয়াল
রাখা হোক
যাতে এক ফোঁটা আলো যাতে না পৌছায়
সেখানে। সতর্ক
থাকতে হবে যাতে "রানা" দুম
করে মারা না যায়। রানা ঠিক
এইভাবে থাকা অবস্থায়
মারা যাবে বুড়ো হয়ে,
প্রকৃতির নিয়মে। ঠিক ততদিন এই
কুকুরের
বাচ্চাটাকে এইভাবে রাখা হোক।
যাতে প্রতিমুহূর্তে একবার
করে রানা মরে,
মৃত্যুর জন্য চিৎকার করে ।।
বিষয়: রাজনীতি
৮৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন