মোবাইল দেবতা
লিখেছেন লিখেছেন এম_আহমদ ১৫ জুন, ২০১৩, ১২:২৫:১৭ রাত
তিনটি পাথর পকেটে পুরিয়া ভরসা-বিভোর আরব প্রাণ
ঘুরিয়া ফিরিত পাইবার লাগি সকল কাজে পরিত্রাণ।
পূত-বিশ্বাসে কাফেলাসহ যাইত সুদূর, দেশান্তর
কোথাও থামিয়া পূজিত পাথরে ভাবিত এদেরে পবিত্রতর,
পূজার সাথে বলীও করিত পাইত যাহা সামর্থভর।
মনের বাসনা ব্যর্থ হইলে অথবা ছুঁইলে অকল্যাণ
ছুঁড়িয়া ফেলিত পাথর সকলে রাগ-আক্রোশে চিত্ত-ম্লান।
আবারো সেথায় অন্য তিনটি পাথর লইত থলে
এভাবেই তার মোবাইল দেবতা বাঁচিত মনঃস্থলে।
একবিংশ কালে আসিয়া আমরা নব্য মোবাইল দেবতা খুঁজি
‘মোবাইল-স্মৃতি-সৌধ’ গড়িয়া ফুল দিয়া তারে পূজি।
হায়রে দেবতা এত তার কেরামতি
স্থান ও কালের প্রাচীর ভেদিয়া জুড়িয়াছে তার স্থিতি।
বিষয়: বিবিধ
১৩৭০ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন