তারে ধরিতে না পারি
লিখেছেন লিখেছেন এম_আহমদ ০২ জুন, ২০১৩, ১০:৩৬:২১ রাত
আজি এ প্রভাত বেলা
মনের ভিতরে কী যে এক ভাব
রহি রহি করে খেলা।
অরুণের আলো জানালা-গেলাস ভেদি
মোর শয্যা-গেহ উজল করিছে
আপন মনেতে নিধি।
শয্যা-পাশের কেদারায় আমি
বসিয়া আকাশমুখী
দেখিতেছি
কেমনে প্রভাত বিরাজিয়া তার বেলা
হাসিতেছে আপন হাসি।
পাখিকুল ছাড়ি আপন নিলয়
উড়ে উড়ে গায় গান
গান নয় এ যে তসবিহ তাঁর ই
বুঝিয়াছে যাঁরে তাদেরই অবুঝ প্রাণ।
জোর করে টেনে আনি
মোর হেয়ালী মনখানি, বাহিরের খেলা ঘর হতে,
আপনার মনে খুঁজি, আনমনে,
এ কোন ভাবখানি মোর মনে
বেড়ায় চাহিয়া আকাশ পানে।
কী ধ্যানে সে বিভোর, কী আছে, কী নাই,
কেন তারে ধরিতে না পাই?
কেন আসে আর যায়, বেলা অবেলায়
কী যে এক ভাব মনে
বুঝের দোয়ারে এসে
কেন টুকা দিয়ে যায় ফিরে
কেন আমি তারে ধরিতে ধরিতে
নিমেষে মিলায়?
চাহিয়া আকাশ পানে
বুঝিতেছি মনে মনে
আমার ভিতরে কে যেন কহিছে
তাহারই ভিতরের কথা।
কহিতেছে, ‘কে তুমি ওগো
কি করো বসিয়া হেথা?
কী কথা তোমার মনের ভিতরে জাগে,
যথার্থ কী তা, না অযথা?’
‘যে কথা তুমি শুধাও আমারে’
কহিলাম তারে ফিরে, ‘সে তো আমারই কথা
জুড়ে আছে আমারই অন্তর ঘিরে।
তুমি কেন মোরে শুধাও সে কথা
তোমারই আপন করে?’
আমি তো জানি না সে কথা যে কী
পাই নি খুঁজে আজো-বদি,
তবু ভিতরে বাহিরে, সজাগ-স্বপনে
নিশি-দিন, হায়, খোঁজি তারে আনমনে।
ফেব্রুয়ারি ২০১০
____________
অন্যান্য
(১) বিমূর্ত লাল
(২) অনন্ত কালের দিকে তাকালাম
বিষয়: বিবিধ
১২৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন