কন্যারা সবসময় বাবাদের কাছে বিশেষ কিছু
লিখেছেন লিখেছেন সাইফ সানি ০৯ জুলাই, ২০১৩, ০৮:৫৪:২৯ রাত
বিয়ের প্রথম রাতে স্বামী স্ত্রী মিলে ঠিক করলো যে তারা তাদের বাসার দরজা কারো জন্য কখনো খুলবে না। প্রথম দিনেই স্বামীর পিতা মাতা এলেন। স্বামী-স্ত্রী দুজন দুজনের দিকে তাকালো, কিন্তু কোন কথা হলো না। পিতা মাতা কিছুক্ষন অপেক্ষা করে চলে গেলেন, তারা দরজা খুললোনা।
এর কয়েকদিন পরে স্ত্রীর পিতা মাতা এসে দরজায় নক করলেন। স্বামী স্ত্রী আমার দুজন দুজনের দিকে তাকালো। স্ত্রীটি জলভরা চোখে ফিসফিস করে বললো, আমি আমার বাবা-মায়ের সাথে এরকম করতে পারবোনা। সে উঠে গিয়ে দরজা খুলে দিলো। স্বামী কিছু বললোনা।
অনেক দিন পর,
তাদের ঘরে একে একে এসেছে ৪ টি ছেলে, অতঃপর একটি মেয়ে। লোকটি তার সদ্যভুমিষ্ঠ মেয়ের জন্য বিশাল এক সেলিব্রেশন পার্টির আয়োজন করলেন। হাজারের উপর অতিথি কে নিমন্ত্রন করলেন। রাতে স্ত্রীটি স্বামী কে জিজ্ঞাসা করলো যে, তুমি তোমার প্রথম সন্তানের সময় কিছু করনি, করনি অন্য পুত্রদের জন্মের বেলায় ও। তাহলে এখন কেন করলে?
স্বামী স্মিত হেসে উত্তর দিলেন, কারন সে-ই একমাত্র যে আমার জন্য তার ঘরের দরজাটা খুলে দিবে।
কন্যারা সবসময় বাবাদের কাছে বিশেষ কিছু।
বিষয়: বিবিধ
২৫৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন