আবারও সেই রেশমা নাটক! আমরা পারিও বটে!
লিখেছেন লিখেছেন মুক্তির মিছিল ০৮ আগস্ট, ২০১৪, ০৬:০২:৪৫ সন্ধ্যা
লঞ্চ পিনাক-৬ ডুবির পাঁচ দিন পর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এটা এখন টক অব দ্যা টাউন, ব্লগ, টিভি, ফেইসবুক........।
রেশমা নাটকের সময়, রেশমাকে ভাঙ্গা ভবনের ভিতরে রাখা সম্ভব হয়েছে, কিন্তু ভুবন্ত লঞ্চের ভিতর থেকে এই নতুন নাটকের নায়কে (মি: সারওয়ারকে রাখা সম্ভব হয়নি)। কারন লঞ্চটাকে এখন পর্যন্ত পাওয়াই যায়নি। তাই বাংলার ম্যাঙ্গো জনগনের দৃষ্টি অন্য দিকে সরানোর জন্য নৌ বাহিনী দ্বারা নতুন এই নাটকের অবতারনা।
যেখানে প্রতিদিন এই নদীতে হাজার হাজার নৌযান চলাচল করে, কেউই মি: সারওয়ারকে ভেসে থাকতে দেখল না ! নদীতে যারা চলাচল করে তারা মনে হয় দৃষ্টিহীন (!) হি হি হি........।
আর নদীতে (পদ্মার মত নদীতে) ভাসে থাকা যে কোন কিছুই একদিনের মধ্যেই তীরে এসে ধাক্কা খাবে। পাঁচদিন ভেসে থাকা প্রশ্নই আসে না। আর কেউ যদি ভেসেও থাকে, তাহলে পাঁচদিনে স্রোতের টানে সমুদ্রে চলে যাওয়ার কথা। তাকে পদ্ধায় পাওয়ার কথা না!
আরও কিছু নাটক দেখার অপেক্ষায় বাংলার জাতি বসে আছে............
বিষয়: বিবিধ
১৪২১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রেশমার চেয়েও সারোয়ার বেশী ট্যালেন্টেড ! রেশমা তো ভূ-পৃষ্টের মধ্যেই ছিল । আর সারোয়ার ছিল পানির ভেতর । তার মনে হয় স্পেশাল কিছু অর্গান আছে পানির নিচে জীবন ধারন করার ।
তবে রেশমা নাটক তৈরি করেছিল সরকারের স্পেশাল বাহীনি, তাই রেশমাকে কেউ (যেমন পুলিশ)জিজ্ঞাসাবাদ করতে পারেনি।
কিন্তু সারওয়ার নাটক তৈরি করেছে বলদ নৌবাহীনির লোকজন, স্পেশাল বাহীনির হাতে পড়ার আগেই সাধারন পুলিশের হাতে তুলে দিলে, হাটে হাড়ি ভেঙ্গে গেছে। তাই ধরাপড়ে ও সমালোচনার ভয়ে তড়িঘড়ি করে আবার সাংবাদিকদের জানানো হয়, সবই সাজানো নাটক!
এটাও ৪২ বছর আগে দেখা কারও স্বপ্ন কিনা ভাবতে আছি!
কিন্তু নদিতে পাঁচদিন ভেসে থাকা কিভাবে সম্ভব! যেখানে নদিতে প্রচুর যান চলাচল করে।
মন্তব্য করতে লগইন করুন