উনার সমস্যা কি?

লিখেছেন লিখেছেন গুপ্ত নেতা ২৬ এপ্রিল, ২০১৩, ১১:০৪:২৩ রাত

ব্লগার রাজীব হায়দার ওরফে থাবা বাবা মারা যাওয়ার পর,প্রধানমন্ত্রী তার বাসায় যেয়ে কি যে কান্না....!! আহা...!! কি যে সান্ত্বনা আহা....!!!

অথচ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী গার্মেন্টস কর্মীদের দেখতে যাওয়ার সময় তার হয় না....!! এই খেটে খাওয়া মানুষগুলো মাথার ঘাম পায়ে ফেলে বৈদেশিক মুদ্রা অর্জন করে আনেন,যাদের দ্বারা দেশের অর্থনীতির একটি বিরাট অংশ লাভবান হয় তাদের দেখতে যাওয়ার সময় তার নেই..!!

অথচ এক কুলাঙ্গার যার কোন অবদান নেই,উল্টো যার দ্বারা ক্ষতির সম্ভাবনা আছে,তার মৃত্যুতে প্রধানমন্ত্রী সকল কাজ ফেলে ছুটে যান সান্ত্বনা দেয়ার জন্যে,যাকে ২য় মুক্তিযুদ্ধের ১ম শহীদ(??) বলে শহীদ শব্দটাকে কলঙ্কিত করেন,কোটি-কোটি মুসলিম জনতার মনে আঘাত দেন।

এ কেমন ব্যবহার..???

”হায়”-শুধু এই শব্দটুকুই মুখ থেকে বেরিয়ে যায়।

অনেক সয়েছি আর না,দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা,শুধিতে হইবে ঋণ।

বিষয়: রাজনীতি

১১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File