মনের কথা

লিখেছেন লিখেছেন সবুজ_কবি ২৬ এপ্রিল, ২০১৩, ১২:৩২:৩১ দুপুর

কিঞ্চিত কেন

তুমি সব ভালবাসা নাও ।

পঞ্চমীর সপ্ন গুলো

নিও সব তুমি,

কিন্তু একবার আমায় ডেকো

মন গহীনের জোছনা মেলায়,

বৃষ্টি ভেজা সন্ধ্যা বেলায়,

মেঘ দলের ওই

মাতাল ভেলায়-----

আমায় ডেকো তুমি।

বিষয়: সাহিত্য

৮০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File