কে সঠিক? প্রধানমন্ত্রী না যুবলীগ?

লিখেছেন লিখেছেন জাহিদ পিয়াল ২৫ এপ্রিল, ২০১৩, ১১:১৬:০৬ রাত

সাভারের আলোচিত "রানা প্লাজা"র মালিক সোহেল রানাকে নিয়ে বিতর্ক তৈরী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। মহান সংসদে দাড়িয়ে জাতির সাথে তার এ তামাশায় উম্না প্রকাশ করেছেন অনেকেই।

প্রধানমন্ত্রী মহান সংসদে দাবী করেন "রানা প্লাজা"র মালিক সোহেল রানা যুবলীগের কেউ নন, অর্থাৎ সাভার যুবলীগের কমিটিতে তার নাম নেই।

ভিডিও লিংক: http://youtu.be/5bMcklCY9XY

কিন্তু এ নিয়ে প্রথম আলো যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশীদ এর বরাত দিয়ে একটি রিপোর্ট পেশ করে। সেখানে হারুনুর রশীদ বলেন, সাভার পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানাকে বহিষ্কার করবে কেন্দ্রীয় যুবলীগ। এ জন্য আগামীকাল জরুরি ভিত্তিতে দলটির কেন্দ্রীয় কমিটির সভা ডাকা হয়েছে।

সাভারের সাবেক পৌর মেয়র আশরাফ উদ্দিন খান প্রথম আলোকে বলেন, রানা সাভারের সন্ত্রাসী হিসেবে পরিচিত। সাংসদ তৌহিদ জং মুরাদ তাঁর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে রানা ও তাঁর বাহিনীকে ব্যবহার করেন।

রানা স্থানীয়ভাবে বেশ প্রভাবশালী। গত মঙ্গলবার সকালে ওই ভবনের তৃতীয় তলায় ফাটল দেখা দিলেও তিনি তা আমলে নেননি। বরং গতকাল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের বিরুদ্ধে মিছিল করার জন্য ব্যস্ত ছিলেন তিনি।

উল্লেখ্য, ঢাকার সাভার বাজার বাস স্ট্যান্ডের কাছে রানা প্লাজা নামের নয় তলা ভবন ধসের ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

জাতির এ ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রীর মন্তব্য জাতিকে কেবল বিভ্রান্ত-ই করবে না বরং তা পরিহাসে ও পরিণত হবে।

লেখক; ব্লগার এমডি জাহিদুল ইসলাম

বিষয়: বিবিধ

১২৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File