আসল ছাগু কারা?
লিখেছেন লিখেছেন সূর্য চৌধুরী ১৫ মে, ২০১৩, ১২:৪১:২৪ দুপুর
আমরা যারা ইসলামের জন্য লেখালেখি করি তারা নিয়মিত ডোজ করে এই ছাগু ট্যাগ খাই। এটা কোন ব্যাপার না, সয়ে গেছে। কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে বিরিয়ানির প্যাকেটে মানবতা লুকিয়ে রাখে তাদের ব্যপারে আমার আপনার কিছু না বলার থাকলেও আল কুরআনে ঠিকই আছে। আর সেটা আজকে তুলে ধরবো আপনাদের সামনে।
"আর যখন তাদের বলা হয়েছে , অন্য লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো ,তখন তারা এ জবাবই দিয়েছে- আমরা কি ঈমান আনবো নির্বোধদের মতো? সাবধান! আসলে এরাই নির্বোধ, কিন্তু এরা জানে না। - সুরা বাকারহ, আয়াত ১৩
আয়াতটির অর্থ দাঁড়ায়
"আর যখন শাহবাগীদের বলা হয়েছে, অন্য লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো ,তখন তারা এ জবাবই দিয়েছে- আমরা কি ঈমান আনবো ছাগুদের মতো? সাবধান! আসলে এরাই ছাগু, কিন্তু এরা জানে না।
"যখন এরা মু’মিনদের সাথে মিলিত হয়, বলেঃ “আমরা ঈমান এনেছি,” আবার যখন নিরিবিলিতে নিজেদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলেঃ “আমরা তো আসলে তোমাদের সাথেই আছি আর ওদের সাথে তো নিছক তামাশা করছি৷” -সুরা বাকার, আয়াত ১৪
এই আয়াতের অর্থ দাঁড়ায়,
"যখন এরা মু’মিনদের সাথে মিলিত হয়, বলেঃ “আমরা ঈমান এনেছি,” আবার যখন নিরিবিলিতে নাস্তিকদের সাথে মিলিত হয় তখন বলেঃ “আমরা তো আসলে তোমাদের সাথেই আছি আর ওদের সাথে তো নিছক তামাশা করছি৷"
"বস্তুতঃ আল্লাহ এদের সাথে তামাশা করছেন, এদের রশি দীর্ঘায়িত বা ঢিল দিয়ে যাচ্ছেন এবং এরা নিজেদের আল্লাহদ্রোহিতার মধ্যে অন্ধের মতো পথ হাতড়ে মরছে৷" - সুরা বাকারহ, আয়াত ১৫
এই আয়াতের অর্থ দাঁড়ায়,
"বস্তুতঃ আল্লাহ শাহবাগীদের সাথে তামাশা করছেন, এদের রশি দীর্ঘায়িত বা ঢিল দিয়ে যাচ্ছেন এবং এরা নিজেদের আল্লাহদ্রোহিতার মধ্যে অন্ধের মতো পথ হাতড়ে মরছে৷"
প্রিয় পাঠক! দেখুন নাস্তিক সরকারের কান্ড।

১৩ তারিখের প্রথম আলোতে ছাপা ছবিটিও দেখুন, কত বড় ভন্ড পত্রিকা।

বিষয়: বিবিধ
২৫২৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন