বেষ্টিত আছি
লিখেছেন লিখেছেন মুিজব িবন আদম ১৩ জানুয়ারি, ২০১৪, ০৩:২৯:০০ দুপুর
বেষ্টিত আছি
ভয় পাই, আমি ভীষণ ভয় পাই,
ভয় পাই, কখনই গুম হয়ে যাই,
ভয় পাই, লাশেরও যেন খোঁজ নাই,
জানাযা নাই; কবরের চিহ্নটুকুও নাই।
ভয় পাই, আমি ভীষণ ভয় পাই,
আকাশে ঘন কালো মেঘ, পথের দিশা নাই।
তিন দিক থেকে বেষ্টিত আছি,
দক্ষিনে ঝাপ দেয়া ছাড়া গতি নাই।
বিষয়: বিবিধ
১১৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন