জিকিরের ধরন

লিখেছেন লিখেছেন মুিজব িবন আদম ২৪ জুলাই, ২০১৩, ০৯:৪৮:২৭ সকাল

আমাদের নবীজী আমাদেরকে এমন ভাবে ইবাদত করার জন্য শেখাননি যাতে অন্যের অসুবিধার সৃষ্টি হয়। তাছাড়া তিনি শিরিক দমন ও পরিহারের জন্য সারা জীবন কস্ট করে গেলেন। ইসলাম সব মহিমাময় জিনিস শেখায়। কিন্তু আমরা আসলে কি শিখি?

রমজান মাস ধরে শেষ রাতে সেহরীর পুরো সময় আমাদের পার্শবর্তী মসজিদ মাইকে জিকির দেয়া হয়। তাতে কোন অসুস্হ কিংবা বাচ্চাদের অসুবিধার সৃষ্টি হয় কিনা তা বিবেচিত হচ্ছে না। সেই সাথে আসলে জিকিরে কি বলা হচ্ছে তাও বিবেচিত হচ্ছে না।

সেহরীর সময় হলে লাইলাহা, লাইলাহা, লাইলাহা, লাইলাহা, লাইলাহা,লাইলাহা, লাইলাহা, লাইলাহা ..............(মাবুদ নাই, মাবুদ নাই, মাবুদ নাই, মাবুদ নাই, মাবুদ নাই, মাবুদ নাই ...............) অন্তত ১৫ - ১৬ মিনিট ধরে চলে এমন। তারপর আবার ১৫ - ১৬ মিনিট ধরে চলে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ........... (আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, ........) জিকির। এ নিয়ে হুজুরকে জানানো হলে তিনি রাগ করলেন এবং বললেন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া লোকদের নিয়ে যত অসুবিধা। আসলে কি আমরা একটা সমস্যা? নাকি যারা ১৫ - ১৬ মিনিট ধরে মাবুদ নাই, মাবুদ নাই, মাবুদ নাই করতে থাকে তারা সমস্যা?

হয়তো বাংলাদেশের আরও অনেক জায়গায় এমন অবস্হা।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইসলামী জ্ঞান দান করুন। আমিন।

বিষয়: বিবিধ

১৬২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File