মতামত
লিখেছেন লিখেছেন মিদুল ২৪ নভেম্বর, ২০১৩, ০১:২২:৫৮ রাত
আমি ৭১ দেখিনি,আমি মুক্তিযুদ্ধ দেখিনি,আমি দেখিনি রাজাকার ।আমি শুনেছি মুক্তিযুদ্ধের সেই নির্মম ইতিহাস,আরো শুনেছি রাজাকার বাহিনীর অত্যাচার আর নির্যাতনের সেই লৌহমর্ষক বর্ণনা ।আরো শুনেছি মুক্তিযুদ্ধাদের বীরত্বগাথা সেই বিজয়ের কাহিনী ।৭১ না দেখলেও দেখেছি ৭১ এর মুক্তিযুদ্ধাদের ।আমি ব্যক্তিগত ভাবে চিনি অনেক মুক্তিযুদ্ধাকে যারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও জানেন না ।আমি দেখেছি তাদেরকে মুক্তিযুদ্ধের নাম বিক্রি করে বিভিন্ন সুবিধা নিতে,আরো দেখেছি সমাজের বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে তাদের সামঞ্জ্যস্যতা ।ইসলাম বিদ্বেষী কর্মকান্ডে ও তাদের সম্পৃত্ততা কম দেখিনি ।সিগারেট,মদ,গাজাঁ,হিরোইন হল তাদের নিত্য দিনের সঙ্গী ।লম্বা গোঁফ আর লম্বা চুল ও তাদের বেঁশ দেখা যায় ।৭১ এর সেই গর্বিত লোকদের দেখেছি মিথ্যাচার আর হঠকারীতার প্রতিক হিসেবে ।অপর দিকে স্বাধীনতার ৪২ বৎসর পর চিনতে পেরেছি ৭১ এর জুলুম আর নির্যাতন কারীদের,যাদের বিচার চলমান ।আমি দেখেছি ৭১ এর রাজাকার নামধারী ভাল মানুষদের,যারা ছিল প্রতিটি সমাজের এক এক জন বিশ্বস্থ লোক ।৭১ এর গর্বিত সন্তান(মুক্তিযুদ্ধা)দের কোন গুন তাদের মাঝে পাইনি,তাদেরকে পেয়েছি সত্যবাদিতা আর ন্যায়পরায়ণতার মূর্ত প্রতীক হিসেবে ।তাদের কারো জীবনে পাওয়া যায়নি কোন প্রকারের খারাপ রেকর্ড ।সমাজের প্রতিটি মানুষ তাদের পেয়েছে আপন জনের মতো ।এসব লোকদের দেখা গেছে ইসলামের পূর্ণ অনুসরণ করে চলতে ।তাদের উপর খুশিঁ আছে তাদের পরিবার,আত্বীয় স্বজন,পাড়া প্রতিবেশী,এমনকি দেশের বেশীর ভাগ মানূষ ।এখন আমরা কাকে বলবো ভাল আর কাকে বলবো খারাপ ?আমরা তরুণ প্রজন্ম কি তাহলে মুক্তিযুদ্ধা নামের বিভিন্ন গুনে গুনান্বিত লোকদের কথায় সমাজে বসবাস কারী আমাদের চোখের সামনের ভাল মানুষদেরকে খারাপ বলবো ?নাকি আমরা যা দেখছি তাই বলবো ?
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন