প্রথমআলো ও আনন্দবাজার পত্রিকা..........।

লিখেছেন লিখেছেন জীবিত যাযাবর ০২ জুন, ২০১৩, ০৯:৪৫:১৮ রাত



আনন্দ বাজারের বাংলাদেশ সংস্করণ হিসেবে প্রথম আলো নামে যে পত্রিকাটি প্রকাশিত হয়, সেই পত্রিকার লক্ষ উদ্দেশ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আমরা অনেক আগ থেকেই বলে আসছি। এই পত্রিকাটি মন্দের ভালো হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন প্রচার প্রোপাগান্ডাকে খবর হিসেবে প্রকাশ করে, সমর্থন করে এবং আওয়ামীলীগের পক্ষে জনমত গঠন করে। বাংলাদেশে যদি বিজেপি কিংবা কংগ্রেসের কোন শাখা থাকতো, তবে এরা আওয়ামিলিগকে বাদ দিয়ে তাদেরকেই সাপোর্ট দিত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ক্রনিকেল হত্যাকাণ্ডের খবরকে এরা প্রায়সময় এড়িয়ে যায়, দ্বিতীয় বা চতুর্থ পাতার কোন এক কোণায় এরা এই খবর ছাপে। আর প্রথম পাতায় মহাসমাহরে ছাপায় মঈন উ আহমেদের ভারত থেকে ঘোড়া উপহার পাওয়ার খবর, ঘোড়ার ছবির পাশে পারলে এরা ঘোড়ার ডিমের ছবিও ছাপিয়ে দেয়। ভারতকে ট্রানজিট দেয়ার পক্ষে মহিউদ্দিন আহমেদের ছাগ্লা মার্কা আর্টিকেলও ছাপিয়েছিল এরাই। বাংলাদেশের তথ্যমন্ত্রী যখন ভারত যান, তখন প্রথম আলো গ্রুপের মতি কিংবা মাহফুজের নেতৃত্বে একদল দালাল সাংবাদিককেও নিয়ে যান। এই পত্রিকা দুনিয়া কাঁপানো তিরিশ মিনিট নামের ফাজলামোগুলি যখন করে তখন বিভিন্ন ভারতীয় গং বেগংকে সেখানে অতিথি করে। বাংলাদেশ এবং ভারতের মৈত্রী নামের প্রহসন এদের মুখ থেকে সবচেয়ে বেশি শুনা যায়। অথচ গঙ্গার পানিতে বাংলাদেশের পাওনা নিয়ে কিছু বলতে শোনা যায়না। ভারতীয় আজেবাজে নায়ক নায়িকাদের নিয়ে নিয়ে এদের অতি উতসাহের কথা বাদ দিলাম। গতকাল এরা ভারতীয় সুত্র থেকে পাওয়া একটা নিউজকে তাদের পত্রিকার প্রথম পাতায় মহাউতসাহের সাথে প্রকাশ করেছে। পুরো সংবাদ থেকে মতি এবং উতপলের উল্লাস যেন ঝরে ঝরে পড়তাসে। যে বাংলাদেশের সব সেক্টর দুর্নীতির স্বর্গে পরিনত হয়েছে, সেখানে ক্রিকেটাররা দুর্নীতির বাইরে থাকবে এটা সম্ভব না। তাই আশরাফুল রফিক কিংবা সুজনরা দুর্নীতি করতে পারে। কিন্তু বোর্ড থেকে কিছু বলার আগে উতপল শুভ্রের ফেলুদার ভুমিকা পালনের একটাই কারন হতে পারে। সেটা হচ্ছে, ভারতীয় ক্রিকেটারদের দুর্নীতির খবর প্রকাশ পাওয়ার পরে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। বাংলাদেশের সবগুলো মিডিয়াও এখন এই খবর প্রথম আলোর বরাত দিয়ে প্রকাশ করে যাচ্ছে। বাংলাদেশের ভিতরে থেকে এইরকম খুল্লাম খুল্লা ভারতীয় দালালী যতটা না বিস্ময়কর তার চেয়েও বিস্ময়কর হচ্ছে এইরকম দালালীর পরেও এই পত্রিকা দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক হয়ে আছে। তাই শুধু প্রথম আলো কিংবা মতিউর রহমানকে গালি দিয়ে সমস্যার সমাধান হবেনা। বরং আমাদের সবার মানসিকতা পরিবর্তন করে দেশপ্রেমের প্রশ্নে আপোষহীন হয়ে দালাল মিডিয়াগুলোকে চিহ্নিত করে বয়কট করা।

(সূত্রঃ ফেসবুক)

বিষয়: বিবিধ

২৪৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File