তিনি পারেন বটে!

লিখেছেন লিখেছেন অপ্রিয় কোলাহল ১০ মে, ২০১৩, ১০:৪৮:৪৭ রাত

ছুটে গিয়ে কখন কাকে দেখে আসতে হবে-ভাল করেই জানে। ওই যে বলেছিলুম ভাত বেশী খাওয়ার কথা! একসাথে অনেকগুলা তো দেখতে যাওয়া যায় না। তাই আর কি। কাঁদো কাঁদো অভিনয়ের কন্ঠে বলতেও জানে- স্বাজন হারানোর ব্যাথা আমি বুঝি। আমার মনে হয়ে আগামীতে ছেরা অভিনেত্রীর এওয়ার্ডটা তাকে দেওয়া যেতে পারে। অবশ্য, একই সাথে ছেরা খল এর এওয়ার্ডটাও তার হাতছাড়া হবার নয়! ২তি গণহত্যা ঘটিয়েও সে আস্তা বেমালুম। শত শত লাশ গায়েব করে যাতে তার স্বজনেরা প্রিয় মানুষটাকে শেষবার না দেখে। দেখলেই তো ভেঁজাল। আর একটি লাশের জন্য মায়াকান্না! তাই তো বলি, হাসু দি পারেও গো! রেশ্মা নাটক তার সর্বশেষ উদাহরণ।

হাসু দি পারেও গো!

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File