অশিষ্ট কথা ।

লিখেছেন লিখেছেন নজরুল ইসলাম খান ২১ এপ্রিল, ২০১৩, ০৮:২৭:৪৭ রাত

বৃটিশরা মুসলমানদের ঐক্যে ফাটল ধরাবার জন্য টাকা দিয়ে যেমন বিভিন্ন বেদাতি গোষ্ঠি তৈরি করেছিল যদিও তারা শেষ পর্যন্ত সফল হয় নি ঠিক তেমনি বর্তমান আওয়ামি লীগ সরকার বৃটিশদের অনুসরনে তৈরি করেছে ওলামা লীগ ও সুন্নি আন্দোলনের মত চাটা'র দল যদিও কখনোই এরা সফলকাম হবে না । আমি গতকাল বলেছিলাম যে বর্তমান সরকারের সামনে বিএনপি,জামাত নয় হেফাজতে ইসলাম হচ্ছে সবচেয়ে বড় চ্যালেন্জ ।সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন এবং চাটা'র দল যতই লম্ফঝম্প দিক না কেন পতন যে ওদের অবশ্যম্ভাবি এটা ওরা খুব ভাল করেই বুঝে গেছে ।এখন যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে মৃত্যুর পুর্বে বাঁচার জন্য মরিয়া হয়ে উল্টাপাল্টা আচরন করা ।ইতিহাস থেকে আমরা কখনোই শিক্ষা নেই না ,নেই না বলেই বর্তমান আওয়ামি লীগ ৭২ পরবর্তী বাকশালী শাষনকে দ্বীগুন প্রজ্জলিত করেছে ।আপন কর্মকান্ডের কারনে একটা দীর্ঘ সময় পর্যন্ত এই ফ্যাসিস্ট দলটি ছিল জনবিচ্ছিন্ন এবং অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এই দলটি এবার জনগন থেকে এবং দেশের ইতিহাস থেকে ৭৫এর চেয়েও ন্যাক্কারজনক ভাবে চিরবিদায় নিতে যাচ্ছে ।

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File