নিচের গল্পটি পড়ে দেখুন

লিখেছেন লিখেছেন ফরহাদ হোসাইন ২২ এপ্রিল, ২০১৩, ০৮:৪৫:৫০ সকাল

...... নিচের গল্পটি পড়ে দেখুন......

আপনার মন-মানসিকতা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ্।

একদা এক দিন কিছু লোক এক অন্ধকার টানেল অতিক্রম করে যাচ্ছিল। হঠাৎ পায়ের তলায় সূচাল পাথর জাতীয় কিছু অনুভব করল তারা। এদের কেউ কেউ তখন সে পাথরগুলো তুলে পকেটেভরে নিল--- অন্যরা যেন কষ্ট না পায় এই ভাল নিয়তেই তারা এটা করেছিল।

কেউ কিছু নিল, আর কেউ নিলই না। অবশেষে যখন অন্ধকার টানেল থেকে বের হল, দেখল তাদের কুড়ানো পাথরগুলো ছিল

ডায়মন্ড/হীরা-

তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। যারা কম নিয়েছিল তাদের বেশ আফসোস হচ্ছিল যে কেন আরও বেশি তারা তুলে নিল না; আর একেবারেই যারা নেয়নি তারা আরও বেশ অনুশোচনা করতে লাগলো।

এই দুনিয়া ঠিক এই অন্ধকার টানেলের মতই। আর এখানকার ভালো কাজগুলো ডায়মন্ডের মত...

আখেরাতে যাদের ভালো কাজের পরিমাণ কম হবে,

তারা আফসোস করতে থাকবে কেন আরও ভালো কাজ করলো না.......।

বিষয়: বিবিধ

১০০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File