বন্ধ হতে যাচ্ছে আরব আমিরাতে বাংলাদেশীদের ভিসা নবায়ন।

লিখেছেন লিখেছেন রোকন ১৮ ডিসেম্বর, ২০১৩, ১২:২২:৪৫ দুপুর

ইউ এ ঈ প্রবাসীদের জন্য দোয়া করবেন সবাই, প্লিজ।আরব আমিরাত এ ভিসা নবায়ণ বন্ধ হচ্ছে বাংলাদেশীদের। বিভিন্ন সুত্রমতে প্রায় ১২-১৫ লাখ বাংলাদেশী মাথার ঘাম পায়ে ফেলে, অমানুষিক কষ্ট সহ্য করে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বেইদেশিক মুদ্রা অর্জন করে দেশে পাঠ্চ্ছে। প্রতি পরিবারে ৫ জন করে থাকলে ১২ লাখ লোকের উপর ৬০ লাখ লোকের রিজিক নির্ভর করে। ৬০ লাখ লোকের মুখের খাবার ছিনিয়ে নিয়ে অআর্ল্ড এক্স্পো ২০২০ এর জন্য ইউ এ ঈ কে ভোট না দিয়ে হাসিনার সরকার ভোট দিল রাশিআয়াএযার কারনে বাংলাদেশীদের ভিসা নবায়নের উপর নিষেধাগ্গা আসতে জাচ্চে। ঞাদের ভিসার মেয়াদ শেষ তাদেরকে অপেক্ষা করতে বলা হচ্ছে। ঞানিনা এই অপেক্ষার পালা শেষ হবে কিনা, ভিসা নবায়ন হবে কিনা। ইস্লামী নেতাদের উপর নির্যাতন ও এই স্থগিতাদেশের কারণ হতে পারে।

ওপর্দিকে নেপাল এদেশকে এক্স্পোর ভোট দেয়ায় উপহার হিসাবে পেলো ৩ লাখ নতুন ভিসার চুক্তি।

ষবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ এই বিপদ থেকে আমাদের রক্ষা করেন। প্রবাসীদের অবস্থা যেন আগের অবস্থায় ফিরে আসে। ৬০ লাখ মানুষের রিজিকের জন্য দোয়া করবেন।

বানান সঠিক ভাবে না আসার জন্য দুঃখিত।

বিষয়: বিবিধ

২১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File