এক চোখে দেখি

লিখেছেন লিখেছেন সেরাযুলমানিক ২০ এপ্রিল, ২০১৩, ১১:৩৮:৩১ রাত

দু চোখ দিলেন দেখতে খোদা

সমান দৃষ্টিতে

খুঁত রাখেননি কোন কিছুর

খোদার সৃষ্টিতে।

আমরা মানুষ বেহুশ বেশী

করছি দুই চার

শক্তি মত্তায় প্রবল হয়ে

অন্যকে দেই মার ।

স্বজনপ্রীতি দলপ্রীতি

নিজের কাছে রাখি

নিতি বাক্যের রপ্ত কথা

মুখ ভরেই হাঁকি ।

নীতি বাক্যে বস্তা ভরি

সবই করি ম্যাকি

নিন্দুক যারা তারা বলে

এক চোখেতে দেখি ।

বিষয়: বিবিধ

১১১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File