ক্ষুধার কাছে হেরে যাওয়া মানুষগুলো
লিখেছেন লিখেছেন সাইফ শিহাব ২৭ এপ্রিল, ২০১৩, ০৮:২১:১১ রাত
বিত্তের অহমিকায় যারা আজ উন্মাদ। তাদের কাছে একজন ক্ষুদ্র পোশাকশিল্পের শ্রমিকের জীবরনর কিবা দাম আছে। বিত্তবানদের বাড়ির কুকুরের খাদ্য বাবদ মাসে যে বরাদ্ধ থাকে, এর অর্ধেকও বেতন পাইনা এই গরিব শ্রমিকেরা। অথচ বৈদেশিক মূদ্রার অধিকাংশ আসে তাদের ঝরানো ঘামের বিনিময়ে। ভাবতে কষ্ট হয়, ক্ষুধার কাছে হেরে যাওয়া এই মানুষগুলোর উপর এত নির্যাতন, এত অত্যাচার! জীবন বাঁচানোর জন্য শত অত্যাচার সহ্য করেও যারা তা রক্ষা করতে পারলো না, তারা একদিন আল্লাহর কাছে ঠিকই অভিযোগ দায়ের করবে। আর সেই দিন দুনিয়ার ক্ষমতাধরদের আসামীর কাটগড়াই দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোন শক্তি থাকবেনা। মৃত্যু তাদের সকল ক্ষমতাকে গ্রাস করে নেবে। সকল কিছুর উপর ক্ষমতাবান থাববেন শুধু মহান আল্লাহ।
বিষয়: বিবিধ
১৬০৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন