গুরু গবেষণা কি গাছে ধরে ??? ইচ্ছে হলেই পেরে ব্লগ /ফেবুতে পাবলিশ করেন ...
লিখেছেন লিখেছেন আত্নার আত্নীয় ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৩৫:০৮ সন্ধ্যা
# আজকে একজন কে দেখলাম স্টেটাস দিতে " প্রেম
করলে মেয়েদের ওজন বাড়ে"
জিঞ্জেস করলাম কোথায় পাইছেন এটা?
স্টেটাস দাতা বললেন গবেষণায় পাওয়া গেছে ...
=> কোন বৈজ্ঞানিক যুক্তিতে এটা প্রমাণ সম্ভব
না.যদি হয় তয় প্রেমের শুরুতে মানসিক প্রশান্তির
কারনে ছেলে মেয়ে দুজনের ই
স্বাস্থ্য ভাল হওয়ার কথা.কিন্তু গবেষক শুধু মেয়ের
উন্নতি খোজে পেয়েছেন. কিন্তু কোন কারনে সম্পর্ক তিক্ত
হলে একই কারনে তো স্বাস্থ্য খারাপ হওয়ার কথা.
# গতকাল একটা পেজকে দেখলাম একটা লিংক শেয়ার
দিতে যার শিরোনাম ছিলো
" নগ্ন হয়ে ঘুমালে মানসিক প্রশান্তি পাওয়া যায়"
পড়ে দেখলাম এটাও গবেষণায় পাওয়া গেছে .
=> নগ্ন হয়ে ঘুমানো নিঃসন্দেহে একটা এভনরমাল সেক্সুয়াল
বিহেইবিয়র.
সাইকিয়াট্রি তে যেগুলোকে মানুষিক রোগের কোন
একটা টাইপে ফেলা যাবে.
আর গবেষক সাহেব এই মানুষিক রোগের মাঝেই আনন্দ
খুজে পেয়েছেন ...!!!!!!
# উপরে যে দুইটার কথা বললাম এগুলাতো কিছুই না.একসময়
উন্নত বিশ্বে কিছু গবেষক ফতুয়া (!!!!) দিয়েছিলেন
মানবদেহে এপেনডিক্স এর কোন কাজ নেই তাই জন্মের সময়
তারা এটা কেটে ফেলে দিত কিন্তু এখন এটা প্রমাণ
হইছে ফতুয়া টা ভুয়া শরীরের immunity তে এটা সাহায্য
করে.
# ডারউইন সাহেবের গবেষণা বিবর্তনবাদ এর কথাই ধরুন.
এককালে কিছু মুসলিম মনীষী (!!!!)এটার উপর বিশ্বাস
এনে কোরআন দিয়ে বিবর্তনবাদ প্রমানের চেষ্টা করেছেন.
আর নাস্তিক সমাজ তো এখনো ট্রাই করছে.
কিন্তু আধুনিক বিজ্ঞান কোরআন কে অনুসরণ
করে এটাকে শুরু মাত্র একটা ধারণা হিসেবে দেখে .এর
বেশী কিছু না.
( ডারউইনবাদ এর অসারতা বুঝার জন্য সস্ট্রার সৃষ্টি অপার
বিষ্ময় " বইটি পড়তে পারেন.
@@@সবশেষে একটা কথা বলতে চাই আপনি গরু খুজুন
( গবেষণা) কোন সমস্যা নেই কিন্তু সেটা প্রমাণ হওয়ায়
আগে রেফারেন্স হিসেবে পাবলিকের মাথায় ডুকিয়ে নিজের
মূর্খতা প্রমাণ করেন কেন.
বিষয়: বিবিধ
১২২৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গবেষক ফলাফলে লিখলেনঃ চতূর্থ পা কাটার পর ব্যাঙ কানে শোনেনা।
এ সব গবেষণা দেখে উপরের গল্পটি মনে পড়ল।
মন্তব্য করতে লগইন করুন