বাকশালী হাতকড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের হােত

লিখেছেন লিখেছেন ইকরু ২২ এপ্রিল, ২০১৩, ০৯:৪৮:২৩ রাত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জিল্লুর রহমানকে অসুস্থ অবস্থায় ঝিনাইদহের একটি হাসপাতাল থেকে আটক করেছে পুলিশ। অজ্ঞান অবস্থায় পুলিশ তাকে আটক করে। জ্ঞান ফিরলে হাতকড়া পরিয়ে তাকে একটি বেসরকারি ক্লিনিক থেকে ঝিনাইদহ সরকারি হাসপাতাল নেয়া হয়েছে।

জানা গেছে, গত ১৯ এপ্রিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তির জন্য যাওয়ার পথে পদ্মা পরিবহনের একটি গাড়িতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন জিল্লুর রহমান। অজ্ঞান অবস্থায় তাকে ঝিনাইদহের আল আমিন ক্লিনিকে ভর্তি করা হয়।

এরপর অসুস্থ অবস্থায় তাকে গোয়েন্দা পুলিশ আটক করে। গত মার্চ মাসের প্রথম সপ্তাহে ঝিনাইদহের হরিণাকুন্ডে সহিংসতার সন্দেহভাজন হিসাবে তাকে নজরদারিতে রাথা হয়েছে।

জিল্লুরের বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডে হওয়ায় তার আত্মীয়দের গ্রেফতার করার জন্য তাকে নজরবন্দী করে তার ভাই অথবা আত্মীয় স্বজনকে থানায় যোগাযোগ করতে চাপ দিচ্ছে পুলিশ।

এ বিষয়ে পবিপ্রবি রেজিস্ট্রার জনাব নওয়াব আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত জিল্লুর রহমান ৬ বছর যাবত এই বিশ্ববিদ্যালয় শিক্ষকতা ও গবেষণার কাজ চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী কাজের সাথে জড়িত থাকার অভিযোগ নেই।

অন্য দিকে, গত মার্চ মাসের প্রথম সপ্তাহে তিনি বিশ্ববিদ্যালয় এ অবস্থান করে ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন বিএএম অনুষদের ডীন প্রফেসর বদিউজ্জামান।

এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান ও সাধারণ সম্পাদক প্রফেসর স্বদেশ চন্দ্র সামন্ত এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

বিভাগের চেয়ারম্যানকে আটক রাখায় একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা। একই সাথে অনতিবিলম্বে তাকে কোনো ধরনের হয়রানি না করতে আহবান জানান তারা।

বিষয়: বিবিধ

৯২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File