প্রতারণার রকমফের !!!

লিখেছেন লিখেছেন বোহেমিয়ান ২০ এপ্রিল, ২০১৩, ১২:১৯:৪৩ রাত

আমরা যারা শহরে বাস করি সবাই কমবেশি বিভিন্ন সুপারশপ বা সুপারস্টোর যেমন- আগোরা(Agora),মীনা বাজার (Mina Bazar ), স্বপ্ন (Shawpno) . সাদ মুসা (Saad Musa City Center ) থেকে প্রায়শই কেনাকাটা করি।কিন্তু আমরা কি এই সব সুপারশপের চালাকি ধরতে পারি ? বিভিন্ন পত্রিকার পাতা জুড়ে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়ে আমাদের আকৃষ্ট করে থাকে। হয়তো বুঝতে পারিনা, হয়তোবা বুঝেও গুরুত্ব দিই না।যার ফলে এইসব সুপারশপগুলো আমাদেরকে ঠকিয়ে অতি মুনাফা লুটছে। দেখবেন এই শপগুলো থেকে কিছু কিনলে তারা অস্বাভাবিক হারে ভ্যাট নেয়।অথচ বেশির ভাগ পণ্যর গায়ে লেখা থাকে ভ্যাটসহ সব্বোচ্চ খুচরা মূল্য । এরপরও এইসব সুপারশপগুলো ভ্যাটের নামে অতিরিক্ত অর্থ লুটে নেয়।আমার প্রশ্ন হচ্ছে ,একটি পণ্য কেনার জন্য কেন দুইবার ভ্যাট দিব ? অথচ আমরা যদি এই পণ্যটি পাড়ার কোন সাধারণ দোকান থেকে কিনতাম , তাহলে আমাদের দুইবার ভ্যাট দিতে হতনা।এমনই সর্বংসহা জাতি আমরা কেঊ কিছুই বলছে না এসব নিয়ে । মিডিয়া গুলোও এনিয়ে কোন রিপোর্ট করছে না ।

বিষয়: বিবিধ

৯৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File