BAL চিনতে ভূল করেছ হে হেপজট !
লিখেছেন লিখেছেন পদাতিক ০৭ মে, ২০১৩, ১০:৩৩:৩১ রাত
এরেই কয় BAL । স্বয়ং ইবলীসও যার ছায়া থেকে দূরে থাকে কেননা ইবলীসের শয়তানী BAL এর শয়তানীর কাছে মহাসমুদ্রে বিন্দুসম । হেপজটের লীল্লাহ ভোগী মোল্লারা রাজনীতির খেলায় যে আসলেই বলদ এইটা এদের আন্দোলনের শুরুতেই স্পষ্ট হয়ে উঠে । BAL ছিল সুযোগের অপেক্ষায় । হেপজটের ৬ এপ্রিলের মহাসমাবেশ BAL এর কাছে তাদের শক্তি সামর্থকে পুরুপুরি স্পষ্ট করে দেয় । ফলে BAL পরবর্তীতে যখন দেখতে পায় যে হেপজটের পুরু শক্তি সামর্থ আবারও একত্রিত হয়েছে তখন একে চিরতরে খতম করার জন্য যা করার তাই করেছে । আগে থেকেই বোঝা যাচ্ছিল যে হেপজটের অবরুধ অবস্থান কর্মসূচীতেই পরিণত হবে । এইটা আরো বেশী স্পষ্ট হয় যখন হিজড়া পার্টির চেয়ারপার্সন গোলাপী আপা BALএর সরকারকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় । আর এতেই BAL পুরাপুরি নিশ্চিত হয় যে হেপজটের আড়ালে হিজড়া পার্টি আর ছাগু পার্টি BAL উত্খাতের পরিকল্পনা নিয়েছে । ফলে টিকে থাকার জন্য যা করা দরকার BAL তাই করেছে । এখানে BAL কে আমি দোষ দেই না ।
বেকুব হেপজটিদের বুঝা উচিত ছিল এইটা হচ্ছে BAL । এরা জনগণের দাবী দাওয়া আর ইচ্ছা অনিচ্ছার দার ধারে না । যদি জনগণের আশা আকাংখার প্রতি BAL এর সামান্য শ্রদ্ধা থাকত তাইলে অতীতে এরা বাকশাল করত না, যুদ্ধের পর পরই সিরাজ শিকদারের মত মুক্তিযুদ্ধাকে হত্যা করে তত্কালীন BAL পতি দম্ভভরে বলতনা "কোথায় গেল সিরাজ শিকদার !" বর্তমানের জাতীয় সুবিদাবাদী দল একসময়ে জাসদের হাজার হাজার মুক্তিযুদ্ধা কর্মীকে রক্ষীবাহিনী দিয়ে হত্যা করতনা । গলাটিপে মানুষের বাকস্বাধীনতাকে, মৌলিক অধিকারকে বদ করত না । হেপজটের আরো বোঝা উচিত ছিল জনগণরে যে এরা **ল দিয়াও কেয়ার করেনা তা একাত্তরেই প্রমাণিত । ৭১ এ যুদ্ধ শুরু হওয়া মাত্র BAL পতি পাকিস্তানে আর BAL এর হোমড়া চোমড়ারা দাদার দেশে হিজরত করে পুরা নয় মাস আমোদ প্রমুদে দিন গোজরান করে । আর এদিকে সাধারণ মানুষ জান বাজী রেখে দেশ স্বাধীন করে । অতঃপর দেশ স্বাধীন হলে যুদ্ধ জয়ের সকল ক্রেডিট BAL তার মৌরসী সম্পত্তিতে পরিণত করে একে আজ পর্যন্ত বিক্রি করে খাচ্ছে ।
হেপজট যদি বুঝত আর চাল দেয়ায় কৌশলী হত তাইলে ৫ তারিখ রাতের ইতাহাস অন্যভাবে রচিত হত । গণহত্যা দিবস হিসবে লেখা হত না ।
বিষয়: রাজনীতি
১৭৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন