বন্ধু যখন উপস্থিত হল! ড. আয়েজ ক্বারনী
লিখেছেন লিখেছেন ভিনদেশী ০৬ মে, ২০১৪, ০৩:৫৮:৪৮ দুপুর
মুসলিম উম্মাহর দুরাবস্থা দেখে দু'চোখ দিয়ে পানি ঝরছিল। বিশেষত: মিশর ও সিরিয়ার করুণাবস্থা দেখে। একাকি বসে চোখের পানি বিসর্জন দিয়ে যাচ্ছি আর হৃদয়ের আঘাত কিছুটা হলেও উপশমের ব্যর্থ চেষ্টা করছি।
এমন সময় আমার বন্ধু এসে উপস্থিত। আমার চোখে পানি দেখে সে হকচকিয়ে জিজ্ঞেস করে: ব্যাপার কী? কান্না করছো যে?
- দ্বীনের শত্রুদের গভীর ষড়যন্ত্র দেখে।
- দ্বীন হিফাজতের দায়ীত্ব তো আল্লাহ তা'য়ালা নিজেই নিয়েছেন। তুমি কি শুননি মহান আল্লাহর অমিয়বাণী- "আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। নিশ্চয় আমি ও আমার রাসূলগণ-ই বিজয়ী হবো।" ৫৮: ২১? আমার তো উচিত ইখলাস নিয়ে কাজ চালিয়ে যাওয়া। বাকিগুলো আল্লাহ তা'য়ালা ইচ্ছা। তাহলে কাজ না করে এমন মুমূর্ষ হয়ে পড়ছো যে!
- জালিমের জুলুমের শিকার আমার নিহত ভাই-বোনদের জন্য আমার খুব মনোকষ্ট হচ্ছে।
- তাঁরাতো শহীদ। তাঁরা আল্লাহ তা'য়ালার কাছে উত্তম বিনিময় গ্রহণ করছে। ইনশা-আল্লাহ। তাহলে কষ্ট কেন?
- আহত, বন্দী এবং অধিকার বঞ্চিত ভাই-বোনদের জন্যও খুব দু:খ হচ্ছে।
- একজন মুসলমান যতো বিপদাপদ, দু:খ-কষ্ট এবং দুশ্চিন্তার সম্মুখিন হোক; হোক না তা একটি কাঁটার ব্যাথাও। বিনিময়ে আল্লাহ তা'য়ালার তার ভুল-ভ্রান্তি ক্ষমা করে দেন। এটাতো নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের কথা। তাহলে দুশ্চিন্তার তো কারণ নেই।
- এতিম ও বিধবাদের কষ্টে আমার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে। কি করবো বলো?
- তাঁদের দায়িত্ব তো আল্লাহ তা'য়ালা নিজেই নিয়ে রেখেছেন। তিনি তো বলেছেন: " তিনি-ই (আল্লাহ তা'য়ালা) সতকর্মশীলদের অভিভাবকত্ব করেন" ৭:১৯৬।
- আমার দু:খ হচ্ছে ঐসব স্বজনহারাদের জন্য যারা প্রিয়জনকে হারিয়ে বেদনায় কাতরাচ্ছেন।
- তুমি কি শুননি আল্লাহ তা'য়ালার বাণী: ধৈর্যশীলদের অপরিমিত পুরস্কার দেওয়া হবে" ৩৯: ১০? তাহলে আর দু:খ কেন?
- আমার হৃদয় ভেঙে যাচ্ছে, সত্যের উপর মিথ্যার প্রতাপ দেখে। ন্যয়ের উপর অন্যায়ের তান্ডব দেখে।
- তুমি কি আল্লাহ তা'য়ালার বাণী শুননি: "তোমাকে যেন কখনো বিভ্রান্ত না করে। দেশে দেশে কাফিরদের অবাদ বিচরণ। এতো অল্প ক'দিনের ভোগমাত্র। অত:পর তাদের নিবাস হবে জাহান্নাম। আর কতো নিকৃষ্ট সে ঠিকানা। (৩: ১৯৬-১৯৭)। ...
তাই সব দু:খ ভুলে যাও। মুূছে ফেল চোখের পানি। আল্লাহ তা'য়ালার ওদায়ার উপর পূর্ণ আস্থা রেখে কাজ করে যাও। দেখবে অচিরে-ই বিজয় আমাদের হাতছানি দিয়ে ডাকছে।
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
- দ্বীনের শত্রুদের গভীর ষড়যন্ত্র দেখে।
এইয়া কোন দেশে ভাই? বাংলাদেশ তো মদীনা সনদ অনুযায়ি চলছে।
মন্তব্য করতে লগইন করুন