পাওয়ার আনন্দ!
লিখেছেন লিখেছেন ভিনদেশী ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০১:০০:০৯ রাত
আমার রবের সকল নিয়ামাত আনন্দের। বান্দার জন্য সকল পাওয়া আনন্দের। আর এ পাওনা একেক সময় একেক আকৃতিতে আসে। আসে বিভিন্ন প্রকৃতিতে।
কখনো আসে ভাল রেজাল্টের মাধ্যমে। আবার কখনো আসে মা-বাবাকে কাছে পাওয়ার মাধ্যমে। আর কখনো বহুদিনের আকাঙ্খিত-প্রতিক্ষিত আশা পূরণের মাধ্যমে।
কতো বিচিত্র রূপে! কতো আনন্দ নিয়ে! আসলে আল্লাহ তা'য়ালার সব দেওয়াই অনন্য।
আজ দীর্ঘসময় ধরে একটা বই পড়ছিলাম। মোবাইলটা সাইলেন্ট। তা অবশ্য জানা ছিল না। স্কাইফিতে সেজো আপা ফোন দিলো। রিসিভ করি কিন্তু কথা শুনা যায় না। শেষে তার নাম্বারে ফোন দিতে মুবাইলটা পকেট থকে বের করি। দেখি অনেকগুলো মিস-কল। অন্তরটা ধুক্ করে উঠে। বুকটা কেপে উঠে। ইয়া আল্লাহ্ কোন সমস্যা নয় তো? কোন বিপদ? কোন আপদ? আল্লাহ আপনি মালিক।
ভয়ে ভয়ে ফোন দিলাম আপাকে। মনে মনে প্রস্তুতি নিচ্ছি অনাঙ্খাকিত কোন সংবাদের। ইন্না লিল্লাহ তাকরিবান পড়েই ফেলেছি। ফোন রিং হচ্ছে আর আমার অন্তরে ধুক্ ধুকানি বেড়ে যাচ্ছে। এই বুঝি সব এলোমেলো হয়ে যাবে। এই বুঝি কোন আযাচিত বিপদ আমাকে ডেকে পেলবে। আপা ফোন রিসিভ করলেন। আমি তার কণ্ঠস্বর শুনার চেষ্টা করছি। না, আলহামদুলিল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন- কেন আচস্?
ভাল আছি।
তাকে এবং আমার অন্তরকে একসাথে বললাম- ভাল আছি। ত
- তোয়ারা কেন আছো? খবর কী?
- ওগ্গা ছেলে বাবু হইয়ে!
- কার?
- ....।
খুশি হলাম। খুবই খুশি হলাম।
আল্লাহ তা'য়ালা শুকর আদায় করলাম। আলহামদুল্লিল্লাহ্।
আমার সন্তান! হু। আমার। আবার আমার নয়ও। শুদ্ধ বাঙালায় যাকে বলে ঔরসজান সন্তান, সেরকম কোন সন্তান আমার নেই। সন্তান আসার যে প্রক্রিয়া তার সূচনাও আমার জীবনে হয়নি।
তবে আমার অনেক সন্তান আছে। আল্লাহ তা'য়ালার শুকর। গাছ রোপণ ছাড়া ফল। আল্লাহ তা'য়ালা চাইলে এভাবেই দিতে পারেন। তিনি অসিম। তার দেওয়াও অসিম। আমার সন্তান সংখ্যা এগার। চার মেয়ে, সাত ছেলে। মেয়ের সংখ্যা কম। যদিও আমার মেয়েই বেশি ভাল লাগে। এদের দেখলে আমার দিলে সূকুন আসে। মনে ভরে উঠে। চক্ষু শিতল হয়। এরা্ যে আমারই সন্তান। এদের সাথে যে আমার আছে রক্ত-মাংসের সম্পর্ক। দিল-দিমাগের সম্পর্ক।
হে আমার ছেলেরা্! বড় হও। এগিয়ে যাও। জীবন গঠনে নিজেদের মেধা-শ্রম-শক্তি খরচ করো।
আল্লাহ ও তার রাসূল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, উপর অটল বিশ্বাস ও দৃঢ় ইমান নিয়ে অগ্রসর হও।
তোমাদের অনেক বড় হতে হবে। অনেক দূর যেতে হবে। আধার-অমানিশা কেটে ঊষারআলোকে উদঘাটন করতে হবে। রুদ্ধ দরজাগুলো খোলতে হবে। বের করে আনতে হবে, আলোর চেহারা না দেখা, সফলতাকে।
পারবে তো?
ইনশা-আল্লাহ। অবশ্যই পারবে।
সকলের কাছে আমাদের নবজাতকসহ সকলের জন্য দো'য়ার আবেদন।
আল্লাহ তা'য়ালা যেন তাদেরকে, মা-বাবা, আত্মীয়-স্বজন, শিক্ষক-মুরব্বি এবং উম্মাতের সেবায় কবুল করেন।
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন