পৃথিবীর সবচে’ সুখী নারী! পর্ব-১
লিখেছেন লিখেছেন ভিনদেশী ০১ মে, ২০১৩, ০৩:৩১:৪০ রাত
ড. আয়েজ আল ক্বরনী। সমকালীন আরব বিশ্বের প্রসিদ্ধ নামগুলোর একটি। তার রচিত ‘লা তাহযান’ নামক বইটি আরবিভাষার সর্বাধিক বিক্রিকৃত বইগুলোর একটি। মাত্র দু’বছরের ব্যবধানে বইটি প্রায় ত্রিশলক্ষ কপি বিক্রি হয়! তার লেখা বইয়ের সংখ্যা পঞ্চাশেরও বেশি। লেখকের যাদুকরি কলম মূহুর্তে পাঠকের মনকে ফাঁকি দিয়ে নিয়ে যায় জ্ঞানের এক শাখা থেকে অন্য শাখায়! ছোট-বড়, ছাত্র-শিক্ষক, নারী-পুরুষ, শিক্ষিত-অশিক্ষত প্রায় সব শ্রেণীর লোকের জন্য তিনি বই লিখে চলছেন। নারীদের জন্য তার লেখা একটি অনবদ্য বই হলো; ‘‘পৃথিবীর সবচে’ সুখী নারী’’।
ব্লগের সকল বন্ধুরা; বিশেষতঃ প্রিয় বোনদের উদ্দেশ্যে বইটির কিছু কিছু অংশ অনুবাদ করার ইচ্ছা করেছি। যদি আল্লাহ তা’য়ালা সাহায় হোন।
পৃথিবীর সবচে, সুখী নারী!
ড. আয়েজ আল ক্বরনী
উৎসর্গ,,
যে নারী,
আল্লাহ তা’য়ালাকে রাব্ব, ইসলামকে জীবন বিধান ও মুহাম্মদ - সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- কে নবী হিসেবে গ্রহন করে সন্তুষ্ট!
যে নারী,
সত্যের পথিক, সত্যবাণীর বাহক, সত্যোচ্চারণে উৎগ্রিব, রক্ষণশীল ও পবিত্র আত্মার অধিকারী!
যে নারী,
তার সন্তানদের লালন করে তাক্বওয়ার (খোদাভীতি) শিক্ষা দিয়ে। তাদের বড় করে নবীজীর জীবন অনুকরণে। তাদের মাঝে বপন করে শ্রেষ্ঠত্বের গুণ!
যে নারী,
জীবনের অতীত অধ্যায় নিয়ে ভীত ও ভবিষ্যতকে নিয়ে উদ্বগ্ন!
হে নারী!
জীবনের নতুন ঊষার আগমনে আনন্দিত হও!
আল্লাহ তা’য়ালার অনুগ্রহ, দান ও পবিত্র জীবনের আগমনী বার্তা গ্রহন করো!
সূচনা
সকল প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালকের উদ্দেশ্যে। দরুদ ও সালাম আল্লাহর রাসূল, তার পরিবার, সাথী ও অনুসারীদের উদ্দেশ্যে।
এ বইটির বার্তা হল,
প্রিয় নারীরা যেন ইসলামের শিক্ষা নিয়ে গর্ববোধ করে।
তাদের উপর আল্লাহ তা’য়ার অনুগ্রহ দেখে আনন্দিত হয়। হাতের কাছে হাজারো নিয়ামত দেখে প্রফুল্ল হয়।
তাই এ বই মূলত একটি,
আশার বাণী। প্রেরণার বাতি; সুপ্রভাত।
যে সব মেয়েদের বুক ব্যাথ্যায় ভারি হয়ে উঠেছে...
যাদের ধৈর্য, তার শীমা অতিক্রম করেছে...
তাদেরকে জন্য এতে রয়েছে,
নতুন ঊষার আগমনী বার্তা...
দীর্ঘ কালো রাত্রির শেষ হওয়ার সুসংবাদ...
এ বইটি সম্ভোধন করে তার,
সূক্ষ বুদ্ধিকে! স্বচ্ছ মনকে! পবিত্র আত্মাকে!
এ বই তাদেরকে বলে,
সামান্য ধৈর্য ধরো! বিপদের প্রতিদানের আশা করো! নৈরাশ হয়ো না! উদভ্রান্ত হয়ে পড়ো না! নতুন সফরের জন্য তৈরি হও!
তোমার সাথে রয়েছেন মহান আল্লাহ! তিনি তোমার সহায়! তিনি তোমার রক্ষক! তিনি তোমার অবিভাবক! এবং তিনিই তোমার পাথেয়!
...চলবে
বিষয়: সাহিত্য
১১৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন