সাবধান!! হাত দিবেন না, ধ্বসে পড়তে পারে।।

লিখেছেন লিখেছেন টর্ণেডো ২৫ এপ্রিল, ২০১৩, ১১:১৫:২৫ সকাল



**একটি নিউজ ...

হরতালকারীদের নাড়াচাড়ায় ‘রানা প্লাজা’ ধসে পড়তে পারে:স্বরাষ্ট্রমন্ত্রী

‘মৌলবাদী বিএনপি’র হরতাল

সমর্থকরা ফাটল

ধরা ভবনটি নাড়াচাড়া করায় সাভারের

‘রানা প্লাজা’

ধসে পড়তে পারে বলে সন্দেহ করছেন

স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান

আলমগীর।

বুধবার বিবিসি বাংলা-কে দেয়া এক

সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী এমন

আশঙ্কার কথাটি জানান।

মহিউদ্দিন খান বলেন,

‘আমরা ইতোমধ্যে বিষয়টি তদন্তের

নির্দেশ দিয়েছি। তদন্তের ফলাফল

পেলে তার আলোকে যথাযথ

ব্যবস্থা নেব।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,

‘আরেকটি বিষয় আমার নজরে এসেছে-

ওই এলাকায় মৌলবাদী বিএনপি এদের

হরতালের জন্য আহ্বান জানানো হচ্ছিল।

আমাকে বলা হয়েছে, হরতাল সমর্থক

কতিপয় ভাড়ালে লোক সেখানে গিয়ে এই

যে ভাঙ্গা দালান বা ফাটল ধরা দেয়াল

ছিল, সে দেয়ালের বিভিন্ন স্তম্ভ

এবং গেট ধরে নাড়াচাড়া করে। এটিও এ

ধরনের একটি ধসের সম্ভাব্য কারণ

হিসেবে বিবেচিত হতে পারে।’

নাড়াচাড়ার কারণেই

ভবনটি ধসে পড়েছে কিনা এমন প্রশ্নের

জবাবে তিনি বলেন, ‘না, কিছু অংশ

হতে পারে। ভবন সম্পর্কে আপনার এটাও

মনে রাখা দরকার- যখন একটি ভবন

ধসে পড়া শুরু হয়, তখন তার একটি অংশ

বা খানিক অংশ ধসে পড়লে বাকি অংশের

ওপর এর প্রতিক্রিয়া সৃষ্টি হয়,

সে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।’**

রানা প্লাজা ধ্বসে পড়ার খবর মোটামুটি সবাই জানেন, তথাপিও এই পোস্টটি লেখার উদ্যেশ্য হল সবাইকে সতর্ক করা। সবাই সতর্ক থাকবেন, ভুলেও কারো বাড়ির বা প্রতিষ্ঠানের দেয়ালে হাত দিবেন না। বিএনপি-জামাতের লোকদের মত হয়ত আপনার গায়ে ভবন ধ্বসানোর শক্তি নাও থাকতে পারে। তবুও সাবধানের মাইর নাই, আপনার স্পর্শে যদি সেই ভবনটি ধ্বসে পড়ে তাহলে কিন্তু ছাড় পাবেন না।

বিষয়: রাজনীতি

১১৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File