অনেক দিন পর
লিখেছেন লিখেছেন শান্তি পেতে হ্ও আগুয়ান ১০ আগস্ট, ২০১৩, ০৮:২২:০৯ সকাল
ঈদ মোবারক। বন্ধুগন সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদের দিন ছিলাম ব্যস্ত। বাড়ীর পাশেই হাসপাতাল। ইচ্ছে করেই সেখানকার একটু খোজ নিতে গেলাম। আতাউর নামে সাড়ে ৩ বছরের একটি শিশু বিছানায় কাতরাচ্ছে। পাশে গিয়ে ওর মায়ের সাথে কথা বলে জানলাম,শিশুটিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ খাওয়ানো হয়েছে। ডাক্তারের চিকিৎসাপত্র নিয়ে পাশেই ওষুধ নিয়ে বাড়ীতে যান। রাতের ওষুধ খাওয়ানোর পর অসুস্থ হয় শিশুটি। নামাজের সময় হল। নামাজ শেষ হয়নি আমাদের ,হাসপাতাল চত্তরে হই চই শুরু। বের হলাম। হৃদয় বিদারক দৃশ্য্। তরুণের ভীড় জরুরী বিভাগে। মাথা ফাটা,থেতলে যাওয়া,হাত কেটে গেছে অনেকের। ২৫/৩০ জনের বন্ধুর দল একটি ট্রলিতে উঠে হই হুল্লোর করলে একটি বাক নেয়ার সময় উল্টে গেলে তাদের অনেকেই আহত হয়। তাদের দেখে একজন পীর সাহেবের সঙ্গে ঘুরলাম এক সংবাদ কর্মীসহ।
বিষয়: বিবিধ
১০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন