নতুন পাগলের আবির্ভাব
লিখেছেন লিখেছেন শান্তি পেতে হ্ও আগুয়ান ১৬ মে, ২০১৩, ১২:২৭:৩৩ রাত
আমার মাতৃভুমিতে আরেক একজন নতুন পাগলের আবির্ভাব হয়েছে। প্রতিপক্ষের খেলোয়ার ছাড়া গোল দেয়াটা যে নিজের জন্য কতটা নির্লজ্জতার,হীনতার,অপারগতার,অদক্ষতার তা কোন ভাবেই ভাবতে পারছেন না ইনু সাহেব। কয়েকদিন ধরে গান শুরু করেছেন, কাঁটা সড়াতে কিছুটা রক্তপাতের ঘটনা মেনে নিতেই হয়।
বাংলাদেশে জাসদের জন্মদাতা ছিলেন মেজর এম এ জলিল। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধুয়া তুলে বাংলার মানুষকে বোকা বানাবার পথ ঠিকই বের করেছেন। কিন্তু না তা আর হয়নি। অবশেষে নিজের ভুল বুঝতে পেরেছেন। আবার পা বাড়িয়েছেন ইসলামের সুশীতল ছায়া তলে।
৫ই মে দিবাগত রাত। নিরস্ত্র মানুষ গুলো ঘুমিয়ে। কাপুরোষীত হামলার শিকার হবে তারা কেউ কল্পনা করতে পারে নাই। হাজার হাজার হেফাজত কর্মীকে খুন করার পরও হানিফ সাহেব পীর সাহেবদের মত বললেন,সেখানে কোন রক্তপাতের ঘটনা ঘটেনি। আর তার নির্লজ্জ অনুসারী বে-নজীর আহমেদ বললেন একই কথা।
আর ইনু সাহেব আজও হাটে হাড়ি ভাঙলেন,বললেন অসাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে দেশ বাসীকে কিছুটা রক্তপাত মেনে নিতে হবে। হায়রে ইনু! হায়রে ইতিহাস, যেদিন বাঙলার কোটি কোটি মুসলমান বলবে আমরা দেশকে নাস্তিক মুক্ত রাখতে কিছুটা নয় কয়েক সাগর রক্তপাতকেও ভয় করি না। তখন কি হবে তখন ? আসলে আমরা মানুষরা অতীত ভুলে যাই,আগামী জানিনা কিছুই,তাইতো ভুল করি বর্তমানে।
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন