চট্টগ্রামে ব্লগার ও নেটওয়ার্ক এক্টভিস্টদের ব্যতিক্রমধর্মী সম্মিলন
লিখেছেন লিখেছেন ডক্টর আ ফ ম খালিদ হোসেন ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৪৬:১১ বিকাল
আজ ০৬.০৯.২০১৩ সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে একটি ব্যতিক্রমধর্মী সম্মেলনে যোগদান করি। অংশগ্রহণকারীগণ বয়সে সবাই নবীন। বৃহত্তর চট্টগ্রামের অগ্রসর ব্লগার ও নেটওয়ার্ক এক্টভিস্টদের মিলন মেলা। ‘চেতনায় রেশমি রুমাল’ কর্তৃপক্ষ এর আয়োজক। পুরো অনুষ্ঠানটি ছিল সজীব ও প্রাণবন্ত। যুগ চাহিদার প্রেক্ষাপটে ব্লগারদের এ সম্মিলন আমাদেরকে আশান্বিত করে। অনলাইনে যারা বিষ ছড়ায়, কালজয়ী ইসলামী আদর্শ ও বিশ্বনবী (সা.)কে নিয়ে যারা কটুক্তি করে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য একটি শক্তিশালী প্লাট ফরম তৈরী হতে যাচ্ছে দেখে পুলকিত হয়েছি। তবে সে জবাব হতে হবে প্রজ্ঞানির্ভর, বুদ্ধিবৃত্তিক, যৌক্তিক ও শালীন। এমনতরো মিলন মেলা প্রতিটি জেলায় জেলায় হওয়া উচিৎ।
বক্তাদের কন্ঠে ইতিবাচক কথায় ধ্বনিত হয়েছে বেশী। তাঁরা যে বিষয়ের উপর সবিশেষ জোর দিয়েছেন তা হলো: ‘অনলাইন প্রযুক্তির মাধ্যম ব্যবহার করে সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তরুণদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। ফেসবুক, টুইটার, ব্লগ ও নিউজ পোর্টাল কেবল বিনোদন নয়, বৈশ্বিক জ্ঞানার্জনের গুরুত্বপূর্ণ হাতিয়ার। অন্যায়ের প্রতিবাদ, ন্যায় বিচার, মানবাধিকার, মাদকের অপব্যবহার ও আইনের শাসন প্রতিষ্ঠায় জনমত সৃষ্টিতে অনলাইন প্রযুক্তিকে ব্যবহার করা গেলে সামাজিক পরিবর্তন আনা সম্ভব।’
‘ব্লগার, ফেসবুক ব্যবহারকারী ও অনলাইন এক্টিভিস্টদের অবশ্যই লেখা পোস্টিং এর ক্ষেত্রে ভদ্রতা, শালীনতা ও রুচিশীলতার প্রতি যত্নবান হতে হবে।প্রতিটি মন্তব্য যুক্তিভিত্তিক ও প্রযুক্তিনির্ভর হওয়া বাঞ্চনীয়। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা না থাকলে সহনশীল পরিবেশ গড়ে উঠে না। আক্রমণাত্মক মন্তব্যে মানুষ বিক্ষুদ্ধ হয়ে উঠে; এতে করে আমরা বন্ধু হারাবো। শিক্ষা, সমাজ সংস্কার ও আধ্যাত্ম সাধনায় যে সব উলামায়ে কেরাম, পীর দরবেশ, মুফতি মাশায়েখ কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের কর্মময় জীবন সাধনা সম্বলিত নিবন্ধ বেশী বেশী করে উইকিপিডিয়াতে ঢুকাতে হবে। উইকিপিডিয়া এ পর্যন্ত ৪ কোটি ৩২ লাখ ১৮৪টি নিবন্ধ বিভিন্ন ভাষায় প্রকাশ করে।’
জনাব আল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জনাব কে এম আতিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক লেখনী-এর ব্যবস্থাপনা সম্পাদক জনাব এবিএম শেহাবউদ্দিন শেহাব, জনাব মুফতি দেলোয়ার হোসেন সাকী, মাসিক মদীনা সম্পাদক জনাব শহিদুল ইসলাম কবির, জনাব মুজাহিদ সগীর আহমদ প্রমুখ। আমি ছিলাম প্রধান আলোচক।
বিষয়: বিবিধ
১৭৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন