জঙ্গিবাদ বাংলাদেশের ভবিষ্যতের জন্য কোন চ্যালেঞ্জ নয়।

লিখেছেন লিখেছেন ডক্টর আ ফ ম খালিদ হোসেন ০১ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৪৫:৪৬ সকাল



জঙ্গিবাদের ঘটনা বাংলাদেশে বিচ্ছিন্ন অসংখ্য ঘটনার একটি পার্শ্বচিত্র। রাজনৈতিক স্ট্রাটেজি হিসেবে এটি সামনে আনা হয় সব সময় এবং সব সরকারের আমলে। কতিপয় মিডিয়া কল্পিত জঙ্গিবাদের ধুয়া তুলে দেশকে অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দিতে চায়। এটা ওলামা, মাশায়েখ ও মাদরাসা শিক্ষার বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্র। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গ্রহণযোগ্য মাধ্যম কোন দিন জঙ্গিবাদ হতে পারে না। শক্তি প্রয়োগ করে আদর্শ প্রচার করা যায় না। প্রচারিত হলেও তা বেশীদিন টেকে না। মার্কসবাদ-লেনিনবাদ তার প্রমাণ। এ দেশের কওমি ও আলিয়া পদ্ধতিতে পরিচালিত মাদরাসা কর্তৃপক্ষ ও পীর-মাশায়েখদের সাথে জঙ্গিবাদের সংশ্লিষ্টতা নেই এবং ছিল না। এমনতর কোন ঘটনা ঘটে থাকলেও তা বিচ্ছিন্ন দুর্ঘটনা মাত্র। যে বা যারাই নাশকতার সাথে জড়িত থাকার দালিলিক প্রমাণ পাওয়া যাবে, আইনের আওতায় আনা জরুরি। আমাদের বিবেচনায় জঙ্গিবাদ বাংলাদেশের অস্থিত্ব, সমৃদ্ধি ও গণতন্ত্রের ভবিষ্যতের জন্য কোন চ্যালেঞ্জ নয়।

বিষয়: বিবিধ

১৫২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File