আমার নাম শাপলা চত্বর

লিখেছেন লিখেছেন এরশাদ মজুমদার ০৮ মে, ২০১৩, ১০:১০:১০ সকাল

আমি কখনই মানুষ ছিলামনা

পাঁচই মে গভীর রাতে

প্রভুর করুণায় মানুষ হয়ে গেছি

আমি তোমাদের মতো নই

আমি সত্যকে খুবই স্পস্ট করে

দেখতে ও শুনতে পাই।

আমি কোন চ্যানেল বা কাগজের উপর

নির্ভর করিনা সত্যের জন্যে

ওদের কাছে কোন সত্য নেই

ওরাতো সবাই ডাল চাল নুনের ব্যবসায়ী

আত্মা ও বিবেককে বন্ধক দিয়ে

দেবতার পূজায় অহোরাত্রি নিবেদিত

ওরা দেখতে মানুষের মতো

পরিপাটি খুবই সুন্দর

ওরা নানা নামে

নানা রূপে

নানা ঢংয়ে নৃত্য করে

নানা মঞ্চে

ওদের নাম বুদ্ধিজীবী

কারো নাম কবি সাহিত্যিক

শিল্পী আরও কত কি।

আমি বস্তু থেকে মানুষ হয়ে গেছি

আমার প্রভুর ইচ্ছায়

পাঁচই মে গভীর রাতে

ফজরের কিছু আগে

কেমন করে কি হয়েছিল

এসবের আমিই একমাত্র সাক্ষী

আমার প্রভু জানেন

মানুষ মিথ্যাবাদী

সুযোগ পেলেই সে

অভিশপ্ত শয়তানের দাস হয়ে যায়

সেইতো ফাসাদ সৃষ্টিকারী

সেইতো মোনাফেকের বাপ

প্রভু বলেন,আমি অতি ভালবেসে

ফেরেশতাদের প্রতিবাদের মুখে

সৃজন করেছি আদম সন্তান

লক্ষ কোটি বার বলেছি

শয়তানের পাল্লায় পড়োনা

সে তোমাদের প্রকাশ্য দুশমন

তবুও শোনেনা ফাসেকের দল

হে বাংলার মজলুমেরা

ধৈর্য ধরো, সবর করো, বুকে সাহস রাখো

নিজেকে কামেল ইনসানে পরিণত করো

জালেমকে মনে কাগুজে বাগ

ভয় পেয়োনা অমন বাঘে

তুমি আলের পথে থাকো

যতই কষ্ট হোক

যতই দু:খ আসুক

ভুলেও পথ বাড়িওনা অন্ধকারের পথে

সে পথ তোমার নয়

বিজয় তোমাদের সুনিশ্চিত

কান পেতে শোনো

বিজয়ের পদ ধ্বনি

পাঁচই মে গভীর তাতে কি হয়েছিল

তোমরা জানবেই

আমিই তোমাদের সব জানিয়ে দেবো

আমিই তোমাদের সব জানিয়ে দেবো

শুধু সবর করো

সে রাতের সত্যের বানী শোনাবার জন্যেই

খোদা আমাকে বস্তু থেকে

মানুষে রূপান্তরিত করেছেন চোখের পলকে

আমার নাম শাপলা চত্বর

খোদার হুকুমে আমি এখন

শহীদ চত্বর।

বিষয়: সাহিত্য

১২৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File