গুয়ান্তানামো’য় কুরআন অবমাননা, অনশনে বন্দির......এই রকম ইমানদারই দরকার!
লিখেছেন লিখেছেন মুহসিন বান্দাহ ২২ এপ্রিল, ২০১৩, ০৬:২৮:৪৫ সন্ধ্যা
যুক্তরাষ্ট্রের পরিচালিত কিউবায় অবস্থিত গুয়ান্তানামো বে নির্যাতন কেন্দ্র ও বন্দিশালায় চলমান অনশনে যোগ দিয়েছেন আরও ২৫ জন বন্দি। এ নিয়ে অনশনরত বন্দিদের সংখ্যা দাঁড়ালো ৭৭ জনে।
সেখানকার ‘ক্যাম্প সিক্স’ এর কর্মকর্তারা পবিত্র কুরআন অবমাননা ও তাদের ওপর অকথ্য নির্যাতনের প্রতিবাদে করলে গত ফেব্রুয়ারির ৬ তারিখ থেকে অনশন শুরু করে বন্দিরা।
ওয়াশিংটনে বন্দিদের আইনজীবীরা জানান, অনশনরত বন্দিদের দাবি হল- গত ১১ বছর ধরে সেখানে মুসলিমদের ধরে নিয়ে গিয়ে যে নির্যাতন চালানো হয় অবিলম্বে তা বন্ধ করতে হবে এবং তাদের সকলকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
শনিবার যুক্তরাষ্ট্রের সেনা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল স্যামুয়েল হাউস এক বিবৃতিতে জানান, বেশ কয়েকদিন আগে গুয়ান্তানামো বন্দিশালায় চলমান অনশনে আরও ২৫ জন যোগ দিয়েছে।
হাউস জানান, অনশনরতদের মধ্যে ১৭ জনকে স্যালাইনের মাধ্যমে জোরপূর্বক খাবার দেয়া হচ্ছে এবং পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে দাবি করেন তিনি।
বিবৃতিতে হাউস দাবি করেন, বন্দিদের ব্যক্তিগত স্বাধীনতায় কখনও আঘাত হানা হয়নি। তারা সেখানে নিয়মিত খাওয়া-দাওয়ার পাশাপাশি নামায আদায় করতে পারে এবং কুরআন পড়ার সুযোগ পান।
এর আগে গত ১৪ এপ্রিল শনিবার গুয়ান্তানামোর কর্মকর্তাদের সঙ্গে বন্দিদের সংঘর্ষ হয়। এতে বন্দিরা হাতে তৈরি অস্ত্র ব্যবহার করে। এ সময় কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে তাদের ওপর কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে গুয়ান্তানামো নির্যাতন কেন্দ্র ও বন্দিশালাটি বন্ধে একটি আদেশ জারি করলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি।
সুত্রঃ আরটিএনএন
বিষয়: বিবিধ
১১৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন