জীবনকে সুন্নতরে আদলে রাখার আপ্রাণ চষ্টো করি

লিখেছেন লিখেছেন নবাব ১৭ এপ্রিল, ২০১৩, ০৩:২১:১৯ দুপুর

সত্য এবং ন্যায়ের মাধ্যমে থাকা সকলের জন্য একান্ত প্রয়োজন। সে ক্ষেত্রে মানুষ এবং দেশের মঙ্গল। অপরাধবোধ কখনো জাগ্রত হবে না।

তোমরা মানুষের সহযোগিতা কর এবং সৎ পরামর্শ গ্রহন কর।

পাঁচ ওয়াক্ত নামায জামাতে আদায় কর। তারপর তোমরা রিজিকের সন্ধানে বেরিয়ে পর, তোমরা কখনো খালি হাতে ফিরবে না। বরঞ্চ তোমরা সুখি ও সমৃদ্ধ হবে এবং তোমরা আনন্দে থাকবে, তোমরা সব-সময় মহান রাব্বুল আলামিনের নেক নজরে থাকবে ।

কোরআন এবং সুন্নার আলোকে জীবন প্রতিষ্ঠা কর। তোমরা ঈমান আকিদা নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এবং মহান রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক পরিচালিত কর। তাহলে দুনিয়া এবং আখিরাতে পরম শান্তি।

আসুন সবাই মিলে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোকিত হই এবং আমাদের সমাজকে আমরাই নবিজীর আদর্শে পরিচালিত করি। প্রতিদিন একজন মানুষকে আমরা রাসূলের তরীকাহ অনুযায়ী পরিচালিত করার আপ্রান চেষ্ঠা করি।

প্রতিদিন কমপক্ষে একশত বার আসতাগফুরাল্লাহ পড়ি এবং নিজেকে অপরাধ মুক্ত রাখি।

আল্লাহুম্মা ইন্নি মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দ্বিনুকা।

অর্থাৎ- হে আল্লাহ আমার অন্তরকে দ্বীনের আলোকে আলোকিত কর।

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হামনি ওয়াল হুজনি ওয়া আউজুবিকা মিনাল বুকলি ওয়াল জুবুনি।

বিষয়: বিবিধ

১১০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File