স্বাধীকার
লিখেছেন লিখেছেন সিরাজুম মুনিরা ২২ মার্চ, ২০১৪, ০৮:৩৪:৫৭ রাত
রহিমা…. ও রহিমা….ছাগল গুলানরে মাঠে বাইন্ধা আয়তো মা।সকাল থাইকা কিছুই খায়নাই।রহিমা .. ও রহিমা….
পাড়ার ছেলে-মেযেদের সাথে কুতকুত খেলছিল রহিমা।মায়ের ডাকে বিরক্তি ভরা মনে বিড়বিড় করে …একটু যে শান্তিমতো খেলমু তারও উপায় নাই!খালি ছাগল চরানোর কথা…উহ!
ছাগল চারটার দড়ি একসাথে নিয়ে মাঠের দিকে যাইতে থাকে রহিমা।দুইটা ছাগলের দুইটা করে চারটা বাচ্চাও হয়েছে।বাচ্চা গুলো কী সুন্দর নাদুস নুদুস!ওদের গায়ে হাত বুলায় রহিমা।কী তুলতুলে নরম ওদের শরীর!
-রহিমা… ও রহিমা .. কই যাস?স্কুল যাইবিনা?লিমার ডাকে পেছনে ফিরে তাকায় রহিমা।না যামুনা, ছাগলগুলানরে চরান লাগব।
-স্কুল না গেলে পড়া শিখবি কেমন করে?তর মনে নাই আইজকা আলো আপা আমাদের Sentence তৈরি করন শেখাইবো?আপা কইছে প্রথম থাইকা না শিখলে কিছুই বুঝবার পারবানা!
-আচ্ছা এক কাজ করলে কেমন হয়?
-কি কাজ?
-ছাগল গুলানরে মাঠে বাইন্ধা রাইখা চল স্কুল যাই!
-তা কি করে হয়?যদি ছাগল মেলা হয়া কারো ক্ষেত খায়?তাইলে তো সর্বনাশ হয়া যাইব।
-অ.. ওই কথাও তো ঠিক!আইজকা বৃহস্পতি বার না?
-তাইলে তো আইজকা দুই ঘন্টা স্কুলে থাকতে হইব।এ সময়টা মতির মা’রে ছাগলগুলা দেথতে কইলেই তো হইব,না?
-হ,তা তো হইব।কিন্তু মতির মা কি রাজি হব?
-চল চেষ্টা কইরা দেহি।
-চল।
-ও মতির মা খালা ভালা আছনি?
-হ ভালা আছি,কিরে তরা স্কুল না যাইয়া এখানে ঘুরস ক্যা?
-খালা স্কুলে তো যামুই,তয় রহিমার ছাগলগুলানরে নিয়া ঝামেলা হইছে।
-কি ঝামেলা হইছে?
-খালা তুমিতো জানই রহিমার বাপের খুব অসুখ,রহিমার মা বাড়িত থাইকা বা্ইর হইতে পারে না….
-অ..বুঝছি বুঝছি..আমি দেখবানি তোমরা স্কুলে যাও।
রহিমা,লিমা দুজনেই শেখার আনন্দে উদ্বেলিত হয়ে বাড়ি ফিরছে।সাথে কথার ফুলঝুড়ি তো চলছেই।
-আইজকা স্কুল আইসা খুব ভালা হইছে না রে রহিমা?
-হ,ম্যালা ভালা হইছে,নাইলে তো Sentence এর কিছুই বুঝতাম না।
-বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়েছিল।এটার ইংরেজিটা কি কইল রে আপা?
-ওটার ইংরেজি হইল গিয়া Bangladesh became independent in 1971.
-তুই তো ম্যালা শিখেছিস রে রহিমা।আইজকা মতির মা খালারে একটা স্পেশাল থ্যাংকু দেওন লাগবো বলে দুজনে দ্রুত হাটতে লাগল।
হঠাত শোরগোলের শব্দে দুজনেই থমকে দাড়ায়… পাশ দিয়ে কয়েকজনকে ছুটতে দেথে লীমা জিগ্যেস করে..
-কি হইছে চাচাজান?
-কি আর হইব,উত্তর পাড়ার মতির মা’রে বি,এস,এফ গুলি করছে!
মতির মা’রে গুলি করছে!!!দুজনই দৌড় মতিদের বাড়ীতে।বাড়ীতে লোকজনের প্রচন্ড ভীড়।ভীড় ঠেলে ভিতরে ঢোকে ওরা দুজন।মতির মার প্রানহীন দেহটা পড়ে আছে উঠোনে।
রহিমার কানে বাজছে আপার শিখানো ইংরেজি বাক্যটা…Bangladesh became independent in 1971.”
বিড়বিড় করে বলে ওঠে রহিমা, এইটারে বুঝি স্বাধীনতা কয়?১৯৭১ এ অর্জিত স্বাধীকার শুধুই কি নির্দিষ্ট কিছু মানুষের জন্য?স্বাধীকার মানেই কি সীমান্তের বন্ধুদের বুলেটে নিজেদের বুক ক্ষতবিক্ষত করা?চাইনা আমি এমন স্বাধীনতা …চাইনা …চাইনা….ডুকরে কেঁদে ওঠে রহিমা…..
বিষয়: বিবিধ
১২৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শাসন করা তারই সাজে সোহাগ করে যে
মন্তব্য করতে লগইন করুন