পরিচয় শুধুই 'মুসলিম'

লিখেছেন লিখেছেন সত্য প্রিয় বাঙালী ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৪০:১৬ রাত

শিয়া আর সুন্নী বলে কাউকে পরিচয় দেয়ার দরকার নাই। আল্লাহ বলেছেন, “নিশ্চয় যারা নিজেদের দ্বীনকে খন্ড বিখন্ড করে ফেলেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে, তাদের সাথে আপনার কোন সংশ্রব নাই। তাদের বিষয় আল্লাহর হাতে ন্যাস্ত তারপর তিনি তাদেরকে জানিয়ে দেবেন যা তারা করত” (আন’আম ১৫৯)। মুসলিমদের পরিচয় শুধু মাত্র মুসলিম। এটা আল্লাহর দেয়া নাম, “তোমরা তোমাদের পিতা ইব্রাহীমের মিল্লাতের উপর সর্বদা কায়েম থাকো। তিনিই তোমাদের নাম রেখেছেন “মুসলিম” পূর্বেও এবং এ কোরআনেও” (সূরা আল হাজ ৭৮)। তাই যারা মুসলিম তারা কখনো নিজেদের সুন্নী, শিয়া, সালাফী, হানাফী ইত্যাদি নাম দিতে পারেনা। তাদের নাম শুধুই মুসলিম। অনেকে বলতে পারে তাহলে সবাই কী ঠিক??? আমরা কাদের অনুসরণ করব??? তাদের বলি হযরত ইব্রাহীম আঃ (খ্রিস্টানরা যাকে বলে আব্রাহাম) , ঈসা আঃ (খ্রিস্টানরা যাকে বলে যীশু), এবং মূহাম্মদ সা; কি ছিলেন?? শিয়া?? সুন্নী?? না সালাফী??? তারা ছিলেন মুসলিম। “তারপর যখন ঈসা তাদের মধ্যে কুফরী উপলব্ধী করতে পারল তখন সে বললঃ কেউ কি আছে যে আল্লাহর পথে আমার সাহায্যকারী হবে? সঙ্গী সাথিরা বললঃ আমরা আল্লাহর সাহায্যকারী। আমরা তো আল্লাহর প্রতি ঈমান এনেছি। আপনি সাক্ষী থাকুন যে আমরা মুসলিম-আত্মসমমর্পণকারী” ( আলে ইমরান ৫২)। আর আমরা কার অনুসরণ করব?? কোরআনে অনেক আয়াতেই আল্লাহ ও তার রাসূলকে অনুসরণের কথা বলা আছে। আর যে সব বিষয়ে অত্যধিক অস্পষ্ট, সে সব বিষয় এড়িয়ে যাওয়াই উত্তম। “হালাল স্পষ্ট আর হারাম স্পষ্ট আর এ দু’টি বিষয়ের মধ্যস্থলে কতগুলি ‘সন্দেহজনক’ শ্রেণীর বিষয় বস্তুও রহিয়াছে। ঐ গুলি কোন পর্যায় ভুক্ত তা অধিকাংশ লোকেরাই নিশ্চিতরুপে নির্ধারিত করতে পারেনা। যে ব্যক্তি ঐ সন্দেহজনক বিষয় গুলো হইতে সংযমী হবে (ঐগুলো পরিহার করে চলবে) একমাত্র তাহারই দ্বীন ঈমান ও আবরু ইজ্জত সুরক্ষিত ও কলুষমুক্ত থাকিবে” –সহীহ বুখারী ৪৭। তাই আমাদের পরিচয় শুধুই মুসলিম। পবিত্র কুরআনে আল্লাহ আমাদের ‘মুসলিম’ বলে ডেকেছেন। তাই আমরা নিজেদের ‘মুসলিম’ বলে ডাকব যা আল্লাহ আমাদের ডেকেছেন। কেউ হয়তো বলবে, শিয়ারা ভুল পথে আছে, তাই যারা সঠিক পথে আছে তারা নিজেদের আলাদা করার জন্য সুন্নী ডাকতে হবে। তাদের আমি বলব, আল্লাহ কী জানতেন না শিয়ারা আসবে??? তিনি অবশ্যই অবগত এবং অবগত থেকেই আমাদের মুসলিম নামে ডেকেছেন, এটা আল্লাহর দেয়া নাম। সুন্নীদেরও এখন অনেক ভাগ, হানাফী, শাফী, মালেকী ইত্যাদি ইত্যাদি। যখন কোন লেভেল লাগানো হয় তখন ভাগ অবধারিত। শিয়াদেরও অনেক ভাগ , আল কিসানিয়াহ, আল যায়িদিয়াহ, আল ইমামিয়াহ, আল গালিয়াহ, আল ঈসমাইলিয়াহ ইত্যাদি ইত্যাদি। তাই যখনই কোন লেভেল আসবে তার ওপর আরো ভাগ আসবে। আমরা পরিচয় দেব শুধুই মুসলিম যারা বিশ্বাস করি, আল্লাহ এক ও অদ্বিতীয় এবং হযরত মুহাম্মস সাঃ তাঁর প্রিয় বান্দা ও রাসূল। অবশেষে বলতে চাই, “আর সাবধান! ইসলামী শরী’আতে তোমরা নতুন কিছু সৃষ্টি করবেনা, কেননা প্রত্যেক নব আবিষ্কৃতই হচ্ছে বিদ’আত এবং প্রত্যেক বিদ’আত ই হচ্ছে ভ্রান্ত ও পথভ্রষ্ট” (আহমাদ, আবু দাঊদ, তিরমিযী, ইবনে মাজাহ)

বিষয়: বিবিধ

১৮৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File