একাত্তর কি শিক্ষা দেয়? কোটা? মেধা?
লিখেছেন লিখেছেন সত্য প্রিয় বাঙালী ১০ জুলাই, ২০১৩, ০৯:২২:৪২ রাত
"ফাইট্টা যায় আমার বুকটা ফাইট্টা যায়
বন্ধু যখন ৫০ পাইয়া
আমার চোখের সামনে দিয়া
বিসিএস ক্যাডার হইয়া বুক ফুলাইয়া হাইট্টা যায়
ফাইট্টা যায় আমার বুকটা ফাইট্টা যায়
বিসিএস ক্যাডার হইব বইলা পড়লাম সাড়ে তিন বছর
কোটা বন্ধু গার্লফ্রেন্ড লইয়া ঘুরল জীবন ভর
ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়" (গান রচয়িতার নাম মনে পড়তেছেনা)
------------------------------------------------------------------------------
মুক্তিযোদ্ধা ৩০%, অবাঙ্গালী ৫%, প্রতিবন্ধী ১%, নারী ১০% আরো হাবিজাবি মিলিয়ে মোট ৫৬%। এটি শুধু বিসিএসের হিসাব, অন্যান্য ক্ষেত্রে কোটার কথা শুনলে সবাই আমার লিখা বাকীটুকু না পড়ে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বানানোর জন্য নীলক্ষেতের কম্পিউটার দোকানের দিকে দৌড় দিবেন।
------------------------------------------------------------------------------------------------
৭১ এর মুক্তিযুদ্ধই যদি দেশ প্রেমের স্থায়ী সার্টিফিকেট হয় তাহলে কী আরেকটা যুদ্ধ না হওয়া পর্যন্ত কেউ দেশপ্রেমের সার্টিফিকেট পাবেনা? একাত্তরের পরে যারা জন্ম গ্রহন করেছে তাদের দেশপ্রেমের মানদন্ড কীসের ভিত্তিত বিচার করা হবে?
---------------------------------------------------------------------------------------------------
মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল কেন? ন্যায়ের জন্য? বৈষম্যের বিরুদ্ধে?
কোটা কি বৈষম্যে না?
------------------------------------------------------------------------------------------
আমার বাবা মুক্তিযুদ্ধ করেন নাই। মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল ছয় বছর। এরপরও ধরলাম আমার বাবা রাজাকার, তার জন্যে কি আমি দায়ী? আমার বন্ধুর বাবা মুক্তিযোদ্ধা তার জন্য কি তার কোন অবদান আছে? যদি নাই থাকে তবে সে কেন সুবিধা পাবে?
-------------------------------------------------------------------------------------
বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে লিখা আছে রাষ্ট্রের সব নাগরিক রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধার সমান অধিকারী। সংবিধান নিয়ে যারা চিৎকার চেঁচামেচি করেন সব সময়, তারা কি এতদিন এই কোটা দেখে নাই? দেখে নাই সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন?
সময় এসেছে কোটা বাতিলের বিরুদ্ধে আন্দোলন করার। দেশে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, জন্ম পরিচয়ের ভিত্তিতে নয়।
আসুন শাহবাগে, আজ চলবে রাত দশটা পর্যন্ত, কাল আবার সকাল থেকে, যতক্ষণ না কোটা প্রথা বিলুপ্ত হয়।
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন