পান্তা-ইলিশ নয় প্রতিস্থাপিত হোক পান্তা-রুই
লিখেছেন লিখেছেন নেতা ভাইয়া ১৪ এপ্রিল, ২০১৩, ১২:৫২:৩৬ রাত
ভেবে দেখুন এক কেজি ইলিশের দাম ২০০০ টাকা। অর্থের এমন বিপুল অপচয় রীতিমত ক্রাইমের পর্যায়ে পড়ে। কেন ইলিশ খেতে হবে এই সময়? কে শিখিয়েছে আমাদের? এইটা তো ইলিশের সিজন নয়। তাহলে চিরায়ত গ্রাম-বাংলার লোকে ইলিশ খেয়ে নববর্ষ উদযাপন করতো এই কথা কে শেখালো? রমনা বটমূলের শাখা পরা কোমল কিন্তু ব্যবসায়ী হাতগুলো? ভেবে দেখার বিষয়।
বরং রুই খাওয়াই ভালো। আমাদের দেশের এই সাধারন মাছটি অনেক সহজলভ্য। বেচারা ইলিশের উপর চাপ কমানো হোক!
বিষয়: বিবিধ
৭৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন